মায়ের মৃত্যু, টিম ছাড়লেন বাংলার কোচ অরুণ লাল

বোর্ডের নিয়ম অনুযায়ী সমস্ত টিমকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হচ্ছে। যদি কেউ চোট পান, তাঁর পরিবর্ত নিতে হলে যাতে সমস্যা না হয়, তার জন্য বাড়তি ক্রিকেটারও সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে অরুণের বলয় ছেড়ে বেরনো মানে বাকি টুর্নামেন্টে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে।

মায়ের মৃত্যু, টিম ছাড়লেন বাংলার কোচ অরুণ লাল
অরুণ লালের মাতৃবিয়োগ। ছবি সৌঃ টুইটার
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 9:06 PM

কলকাতা: মুস্তাক আলি ট্রফি চলাকালীনই বড় ধাক্কা বাংলা শিবিরে। মা মারা যাওয়ায় টিম ছেড়ে বাড়ি ফিরতে হল কোচ অরুণ লালকে। হায়দরাবাদের সঙ্গে ম্যাচ শুরু হওয়ার আগেই অরুণ মায়ের মৃত্যুর খবর পান। তারপরই তিনি বাড়ি চলে যান। হঠাত্‍ কোচ জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাওয়ায় বাংলা বেশ চাপেই পড়েছে। কারণ, বোর্ডের নিয়ম অনুযায়ী সমস্ত টিমকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হচ্ছে। যদি কেউ চোট পান, তাঁর পরিবর্ত নিতে হলে যাতে সমস্যা না হয়, তার জন্য বাড়তি ক্রিকেটারও সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে অরুণের বলয় ছেড়ে বেরনো মানে বাকি টুর্নামেন্টে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে।

আরও পড়ুন : আধা ফিট হলেও বুমরাকে খেলাতে চাইছে ভারত

মুস্তাক আলি ট্রফিতে বাংলার শুরুটা খুব ভালো হয়েছে। পর পর দু’টো ম্যাচ জিতে গ্রুপ টেবিলের ভালো জায়গায় রয়েছেন অনুষ্টুপ মজুমদার, ইশান পোড়েলরা। মূলপর্বে ওঠাই লক্ষ্য বাংলা ক্রিকেটারদের। অরুণ না থাকায় আপাতত কোচের দায়িত্ব সামলাবেন সৌরাশিস লাহিড়ী। তিনি কোচ হিসেবে টিমের সঙ্গে যোগ দেওয়ার পর পারফরম্যান্স গ্রাফ বদলে গিয়েছে বাংলার। রঞ্জি ফাইনালেও উঠেছিল টিম। মরসুমের প্রথম টুর্নামেন্টে বাংলাকে সাফল্য দেওয়াই ছিল অরুণ লালের প্রাথমিক লক্ষ্য। আসলে তিনি চেয়েছিলেন এই সময় থেকেই ‘টিম বাংলা’ তৈরি করে নেওয়া। সেই ভাবনা কিছুটা হলেও ধাক্কা খেতে পারে।