Shreyas Iyer, IPL 2025: আইপিএল অকশনের আগে ‘মেগা’ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের

Syed Mushtaq Ali Trophy 2024-25: জাতীয় দলে ব্রাত্য, ঘরোয়া ক্রিকেটই ভরসা শ্রেয়সের। আইপিএলে ভালো দর ও দল পাওয়া যেমন লক্ষ্য, তেমনই জাতীয় দলে প্রত্যাবর্তন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে সেই লক্ষ্যে শুরুটা দুর্দান্ত হল। প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি।

Shreyas Iyer, IPL 2025: আইপিএল অকশনের আগে 'মেগা' সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের
Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 23, 2024 | 1:15 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন। যদিও এ বার তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। অকশনে রেজিস্টার করেছেন শ্রেয়স আইয়ার। মার্কি প্লেয়ারদের প্রথম সেটেই রয়েছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। আইপিএল মেগা অকশনের আগে ‘মেগা’ সেঞ্চুরি। জাতীয় দলে ব্রাত্য, ঘরোয়া ক্রিকেটই ভরসা শ্রেয়সের। আইপিএলে ভালো দর ও দল পাওয়া যেমন লক্ষ্য, তেমনই জাতীয় দলে প্রত্যাবর্তন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে সেই লক্ষ্যে শুরুটা দুর্দান্ত হল। প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি।

আগামিকাল ও পরশু আইপিএলের মেগা অকশন। শুরুর দিকেই নিলামে উঠবে শ্রেয়স আইয়ারের নাম। ২ কোটির বেস প্রাইসে রেজিস্টার করেছেন শ্রেয়স। তবে তাঁকে নিয়ে যে ঝড় উঠবে বলাই যায়। বেশ কিছু টিম ক্যাপ্টেন চাইছে। দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস। এমনকি কলকাতা নাইট রাইডার্সও তাঁকে নেওয়ার টার্গেট করতে পারে। সকলকেই যেন একটা বার্তা দিয়ে রাখলেন শ্রেয়স আইয়ার।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে এ দিন গোয়ার বিরুদ্ধে নেমেছিল মুম্বই। তিনে ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ অবধি ৫৭ বলে ১৩০ রানে অপরাজিত শ্রেয়স। ১০টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরেছেন শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেটে শেষ পাঁচ ম্যাচে বিধ্বংসী ফর্মে রয়েছেন শ্রেয়স। রঞ্জি ট্রফির শেষ চার ইনিংসে ৩০, ১৪২, ২৩৩ এবং ৪২ রানের পর সৈয়দ মুস্তাক আলির টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ১৩০ অপরাজিত। নিলামে ঝড়া ওঠার অপেক্ষা।