Shubman Gill : ‘আইপিএল প্রিন্স’, দেশের হয়ে প্রয়োজনের সময় ফ্লপ গিল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন থেকে ভারতীয় বোলাররা যুঝছেন। দ্বিতীয় দিনে ভারতের ব্যাটিং ব্রিগেডের কঙ্কালসার দশা প্রকাশ্যে চলে এল। ক্রিজেও বেশিক্ষণ টিকতেই পারেননি ব্যাটিং অর্ডারের প্রথম চার।
লন্ডন: আইপিএল ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্সের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এসে ব্যাট হাতে ব্যর্থ শুভমন গিল (Shubman Gill)। আইপিএলের ১৬তম সংস্করণে তিনি ১৭টি ম্যাচ খেলে ৮৯০ রান করেছিলেন। তাঁর গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৫৯.৩৩ এবং ১৫৭.৮০। মরসুমে ৩টি শতরান। সর্বোচ্চ রান ছিল ১২৯। এবারের আইপিএলে তিনি অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই ব্যাটে রান উধাও। টেস্ট ফরম্যাটের সেরা দল হওয়ার লক্ষ্যে নেমেছে ভারত। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ যেখানে রানের ফুলঝুরি ছোটালেন সেই মাঠেই ২০টা রান তুলতেও হিমশিম খেয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা। প্ৰথম ইনিংসে ২টি চার সহ মাত্র ১৫ বলে ১৩ রান করেন শুভমন। তাঁর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন স্কট বোল্যান্ড। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
আইপিএলে অসাধারণ ছন্দে ছিলেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটের আগামী ভবিষ্যৎ বলে ধরা হচ্ছে তাঁকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল একটু বেশিই। তাই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সাড়ে চারশোর বেশি রান তুললেও গিলের দিকে তাকিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু অনুরাগীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। চা বিরতির আগেই প্যাট কামিন্সের এলবিডব্লিউ-র ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন রোহিত শর্মা। বেশিক্ষণ টিকতে পারেননি শুভমনও। ইনসুইং ডেলিভারির লাইন বুঝতে ভুল করে জাজমেন্ট দিয়ে বল ছেড়ে দিলে স্টাম্প ভেঙে দেয়। রোহিতের পর ১৫ বলে ১৩ রানে মাঠ ছাড়েন গিল। ভারতের সামনে তখন পাহাড়সম রান। গিলের আউটের ধরণ দেখে ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরা হতাশ।
এক ক্যালেন্ডার বর্ষে সবকটি ফরম্যাটেই শতরান রয়েছে শুভমন গিলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গিলের কেরিয়ারের ১৬তম টেস্ট ম্যাচ। সবেমাত্র পথচলা শুরু হয়েছে। প্রথম ইনিংসে প্রত্যাশা পূরণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা ক্ষোভ উগরে দিচ্ছেন। আশা করা হচ্ছে দ্বিতীয় ইনিংসে আইপিএলের ছন্দ ফিরিয়ে গিলের ব্যাটে রানের ফুলঝুরি ছুটবে।