Shubman Gill: ডাইভ দিয়েও রক্ষে হল না, মাত্র ৯ রানের জন্য শুভমনের মিস সেঞ্চুরি

India vs England, 3rd Test: রবি-সকালে ভালোই এগোচ্ছিলেন শুভমন গিল। দেখতে দেখতে তিন অঙ্কের রানের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু একটা রান আউট পুরো ছবিটাই বদলে দিল। মাত্র ৯ রানের জন্য শতরান হাতছাড়া হল শুভমনের। ডাইভ দিয়েও রক্ষা হল না।

Shubman Gill: ডাইভ দিয়েও রক্ষে হল না, মাত্র ৯ রানের জন্য শুভমনের মিস সেঞ্চুরি
Shubman Gill: ডাইভ দিয়েও রক্ষে হল না, মাত্র ৯ রানের জন্য শুভমনের মিস সেঞ্চুরিImage Credit source: AP
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 11:27 AM

কলকাতা: বেন স্টোকসদের বিরুদ্ধে সরফরাজ খানের রান আউট কম কষ্ট দেয়নি রোহিত শর্মা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। তার সঙ্গে এ বার জুড়ল শুভমন গিলের (Shubman Gill) রান আউট। জোড়া রান আউটে কষ্ট আরও বাড়ল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। রাজকোটে ভারতের দ্বিতীয় ইনিংস চলছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)। রবি-সকালে ভালোই এগোচ্ছিলেন শুভমন গিল। দেখতে দেখতে তিন অঙ্কের রানের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু একটা রান আউট পুরো ছবিটাই বদলে দিল। মাত্র ৯ রানের জন্য শতরান হাতছাড়া হল শুভমনের। ডাইভ দিয়েও রক্ষা হল না।

রাজকোট টেস্টের তৃতীয় দিনের শেষে ৬৫ রানে অপরাজিত ছিলেন শুভমন গিল। সঙ্গে ছিলেন ৩ রানে অপরাজিত কুলদীপ যাদব। চতুর্থ দিন এক ঘণ্টার মধ্যেই শতরানের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তারপরই ঘটল অঘটন। ৬৩.৬তম ওভারে রান আউট হন শুভমন। ভাইজ্যাগের পর রাজকোটেও শুভমনের কাছে ভারতের দ্বিতীয় ইনিংসে শতরান করার সুযোগ ছিল। কিন্তু তা হল না।

মিড অনের দিকে শট মেরেছিলেন কুলদীপ। শুভমন গিল সিঙ্গল নেওয়ার জন্য ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু একটু পরই কুলদীপ তাঁকে রান নিতে নিষেধ করায় ক্রিজের দিকে ফিরে আসেন শুভমন। ততক্ষণে বেন স্টোকস বল ছুড়ে দেন টম হার্টলির দিকে। সঙ্গে সঙ্গে হার্টলি তা স্টাম্পে ছুইয়ে দেন। গিল ডাইভ দিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান ছিল। যার ফলে রান আউট হয়ে ৯১ রানে মাঠ ছাড়তে হল শুভমনকে। আর গিলের রান আউটের জন্য নিজেকে দায়ী ভেবে মাঠেই হতাশ হয়ে বসে পড়তে দেখা যায় কুলদীপ যাদবকে। সেঞ্চুরি মিস করে মাঠ ছাড়ার সময় শুভমনের চোখে-মুখেও ক্ষোভ পরিষ্কার দেখা যাচ্ছিল। তিন নম্বরে নেমে কেরিয়ারের দ্বিতীয় শতরান না পাওয়ার হতাশায় মাঠে ব্যাট ঠুকতেও দেখা যায় শুভমনকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।