Smriti Mandhana Maiden Wicket ভিডিয়ো: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার বোলিং! দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট স্মৃতি মান্ধানার

India vs South Africa Women: প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। এ দিন দ্বিতীয় ওয়ান ডে-তেও সেঞ্চুরি। মেয়েদের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টানা দু-ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। শুধু তাই নয় ভারতীয়দের মধ্যে সর্বাধির ওডিআই সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি মিতালি রাজকে। ম্যাচটা স্মরণীয় করে রাখলেন বোলিংয়েও।

Smriti Mandhana Maiden Wicket ভিডিয়ো: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার বোলিং! দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট স্মৃতি মান্ধানার
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 19, 2024 | 7:25 PM

গোল্ডেন গার্ল, গোল্ডেন আর্ম। কেরিয়ারে প্রথম বার বোলিংয়ে। আর আক্রমণে এসেই উইকেট। ঠিক যেন বিরাট কোহলির মতোই বোলিং অ্যাকশন। ওয়ান ডে বিশ্বকাপে বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেমেছিল ভারত। তার আগে বেশ কিছু ম্যাচেই বিরাট কোহলিকে ঘিরে গ্যালারি থেকে স্লোগান উঠেছিল, ‘বিরাট কোহলি কো বোলিং দো।’ আক্রমণে এসেই উইকেট তুলে নিয়েছিলেন বিরাট। উইকেটের পিছনে ক্যাচ নিয়েছিলেন কিপার লোকেশ রাহুল। স্মৃতি মান্ধানার ক্ষেত্রেও যেন ঠিক একই ঘটনা। তবে বিরাটের সঙ্গে তাঁর বিরাট ফারাক, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার বোলিং করছেন!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। এ দিন দ্বিতীয় ওয়ান ডে-তেও সেঞ্চুরি। মেয়েদের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টানা দু-ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। শুধু তাই নয় ভারতীয়দের মধ্যে সর্বাধির ওডিআই সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি মিতালি রাজকে। ম্যাচটা স্মরণীয় করে রাখলেন বোলিংয়েও।

স্মৃতি-হরমনপ্রীতের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩২৬ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে আনা হয় ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাকে। বিরাট ও স্মৃতি দু-জনেরই জার্সি নম্বর ১৮। বোলিং অ্যাকশনও একই। বোলিংয়ে এসে দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট। কাট করতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটার সুনে লুস। উইকেটের পিছনে ক্যাচ নেন কিপার রিচা ঘোষ।

কেরিয়ারের প্রথম বার বোলিংয়ে এসেই উইকেট। স্মৃতির সঙ্গে বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন সতীর্থরাও। এ তো বিরল দৃশ্য! প্রথম বার দেখা গেল। যিনি ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন, একই ম্যাচে বল হাতেও নজর কাড়লেন। স্মৃতির জন্য সত্যিই স্মৃতির ম্যাচ। এ বার লক্ষ্য আজই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করা।