Jadeja-Sarfaraz: রান আউট ‘অধ্যায়’ নিয়ে হতাশ জাডেজা, কী বলছেন সরফরাজ?
India vs England 3rd Test: বরং সিনিয়র পার্টনারকে প্রশংসায় ভরিয়ে দিলেন সরফরাজ। বলেন, 'জাড্ডু ভাইকে লাঞ্চ টাইমে বলে রেখেছিলাম, আমার সঙ্গে কথা বলে বলে খেলো। আমার ওটাই পছন্দ। জাড্ডু ভাই সেটাই করছিল। প্রতিটা ডেলিভারির পরই কিছু না কিছু পরামর্শ দিয়েছে। আমার যেহেতু প্রথম ম্যাচ, প্রতিটা বিষয় কাজে লাগছিল। পুরো পার্টনারশিপেই আমাকে দারুণ সাপোর্ট করেছে।'
ভারত-ইংল্য়ান্ড রাজকোট টেস্টের প্রথম দিন আলোচনায় বেশ কিছু বিষয়। তবে বিতর্ক একটাই। রবীন্দ্র জাডেজার ভুলেই কি রান আউট সরফরাজ খান? সোশ্যাল মিডিয়ায় জাডেজাকে স্বার্থপরও বলা হচ্ছে। নিজের সেঞ্চুরি পূরণের তাড়াহুড়োতেই ভুল কল এবং তার জন্যই সরফরাজ রান আউট। দিনের খেলার শেষে ইন্সটা স্টোরিতে সরফরাজের রান আউট নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন রবীন্দ্র জাডেজা। সেঞ্চুরির পর সেলিব্রেশনেও জাডেজার যেন কিছুটা অস্বস্তি ছিল। অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা কোনও তরুণ ব্যাটারকে রান আউট হয়ে ফিরতে হলে, এমন হতাশাই স্বাভাবিক। সরফরাজ কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছিল সরফরাজকে। প্রত্যাশিত ভাবেই রান আউট প্রসঙ্গ উঠে এল। রবীন্দ্র জাডেজার সঙ্গে ৭৭ রানের অনবদ্য জুটির ইতি হয় ভুল বোঝাবুঝিতে। সরফরাজ খুব স্বাভাবিক ভাবেই বলেন, ‘দিনের খেলা শেষে জাড্ডু ভাই এসে বলল-ভাই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমিও বললাম, কোনও ব্যাপার না, এরকম তো হয়েই থাকে। বিষয়টা তাই। রান আউট তো হতেই পারে। এটা খেলারই পার্ট। কখনও রান হবে, কখনও হবে না। তেমনই কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতেই পারে। রান আউট নিয়ে কোনও হতাশা নেই।’
বরং সিনিয়র পার্টনারকে প্রশংসায় ভরিয়ে দিলেন সরফরাজ। বলেন, ‘জাড্ডু ভাইকে লাঞ্চ টাইমে বলে রেখেছিলাম, আমার সঙ্গে কথা বলে বলে খেলো। আমার ওটাই পছন্দ। জাড্ডু ভাই সেটাই করছিল। প্রতিটা ডেলিভারির পরই কিছু না কিছু পরামর্শ দিয়েছে। আমার যেহেতু প্রথম ম্যাচ, প্রতিটা বিষয় কাজে লাগছিল। পুরো পার্টনারশিপেই আমাকে দারুণ সাপোর্ট করেছে।’
কী বলেছিলেন জাডেজা? সরফরাজের কথায়, ‘প্রথম বার খেলার সময় অনেক কিছু মাথায় ঘোরে। কী হবে, রান করতে পারব তো, আউট হয়ে যাব না তো? এমন নানা প্রশ্নই আসে। একটা নার্ভাসনেস থাকেই। প্রথমে যখন সুইপ ট্রাই করলাম, বলটা টার্ন হল, মিস করেছিলাম। জাড্ডু ভাই তখন বলেছিল, আগে কিছুটা সময় মাঠে কাটিয়ে নে, নিজে থেকেই পরিস্থিতিটা বুঝতে পারবি। সেটাই চেষ্টা করলাম, এরপর রান আসতে থাকে।’