Kumble on Sarfaraz: অনিল কুম্বলের ‘ব্যাড লাক’, এই কারণে রান আউট সরফরাজ!

India vs England 3rd Test: রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন সরফরাজ। অবশেষে সুযোগ মিলেছে জাতীয় দলে। রাজকোটে টেস্ট অভিষেক হল। তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছেন। ক্রমশ সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন সরফরাজ। কিন্তু মুহূর্তের ভুলে রান আউট।

Kumble on Sarfaraz: অনিল কুম্বলের 'ব্যাড লাক', এই কারণে রান আউট সরফরাজ!
Image Credit source: AFP, X
Follow Us:
| Updated on: Feb 15, 2024 | 9:00 PM

কেরিয়ারের প্রথম টেস্ট। অনবদ্য ব্যাটিং করছিলেন সরফরাজ খান। হঠাৎই একটা ভুল বোঝাবুঝি। রান আউট হয়ে ফেরেন সরফরাজ খান। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেটে হতাশা। রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন সরফরাজ। অবশেষে সুযোগ মিলেছে জাতীয় দলে। রাজকোটে টেস্ট অভিষেক হল। তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছেন। ক্রমশ সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন সরফরাজ। কিন্তু মুহূর্তের ভুলে রান আউট। সকলের মধ্যেই হতাশা। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অনিল কুম্বলে অবশ্য নিজেকেও কিছুটা দায়ী করলেন! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরি করেন সরফরাজ। শেষ অবধি ৬৬ বলে ৬২ রানে ফেরেন। ইনিংসে ৯টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। সিনিয়র ব্যাটিং পার্টনার রবীন্দ্র জাডেজার কল ছিল। সরফরাজ দৌড়নোর কিছুক্ষণের মধ্যেই মানা করেন জাডেজা। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মার্ক উডের থ্রো উইকেট ভেঙে দেয়। কেরিয়ারের প্রথম টেস্টে রান আউট হয়ে ফিরতে হয়। প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, জাডেজার ভুল কল ছিল।

রাজকোটে সরফরাজ খানকে ডেবিউ টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। তিনি যেমন জাডেজার ভুল কল ছিল বলে মনে করেন, তেমনই মজার উত্তরও দিলেন। ধারাভাষ্যকার হিসেবে মাঠে থাকা কুম্বলে বলেন, ‘আমি হয়তো টেস্ট ক্যাপের সঙ্গে নিজের দুর্ভাগ্যটাও দিয়ে ফেলেছিলাম সরফরাজকে।’

বিষয়টা হল, কেরিয়ারের অভিষেক টেস্টে রান আউট হয়েছিলেন অনিল কুম্বলেও। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয় কুম্বলের। ম্যাঞ্চেস্টারে সেই ম্যাচের প্রথম ইনিংসে রান আউট হন কুম্বলে। সরফরাজও ইংল্যান্ডের বিরুদ্ধেই রান আউট হলেন।