Sourav Ganguly Virat Kohli : গিল-গ্রিনের ভূয়সী প্রশংসা, কোহলির কীর্তি বেমালুম ‘ভুলে’ গেলেন সৌরভ!

সবাই ভেবেছিলেন, এখানেই হয়তো সমস্যার ইতি। কিন্তু বিরাট ও সৌরভের সমস্যা যেন 'শেষ হয়েও হইল না শেষ'। বিতর্ক উসকে দিলেন খোদ সৌরভ।

Sourav Ganguly Virat Kohli : গিল-গ্রিনের ভূয়সী প্রশংসা, কোহলির কীর্তি বেমালুম 'ভুলে' গেলেন সৌরভ!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 3:21 PM

কলকাতা: শুধু ব্যক্তি নয়, এ বার ক্রিকেটার বিরাট কোহলিকেও এড়িয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে প্রকাশ্যে নয়, টুইটারে। আইপিএলে (IPL 2023) বিরাটের কীর্তি বেমালুম ‘ভুলে’ গেলেন সৌরভ! চলতি আইপিএলে কোহলি ও সৌরভের সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে চলে এসেছিল। ম্যাচ শেষে দু’জনে একে অপরের সঙ্গে হাত মেলাননি। সমালোচনা থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই হাত মিলিয়ে বিতর্কে জল ঢালেন দু’জনে। সবাই ভেবেছিলেন, এখানেই হয়তো সমস্যার ইতি। কিন্তু বিরাট (Virat Kohli) ও সৌরভের সমস্যা যেন ‘শেষ হয়েও হইল না শেষ’। বিতর্ক উসকে দিলেন খোদ সৌরভ। বিতর্কের কেন্দ্রে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের একটি টুইট। যেখানে তরুণ শুভমন গিলের ভূয়সী প্রশংসা রয়েছে। এমনকী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিও চোখ এড়ায়নি সৌরভের। কিন্তু যাঁর সেঞ্চুরি নিয়ে প্রবল হইচই, ঘরের ছেলে বিরাট কোহলিকেই ভুলে গেলেন তিনি। সত্যিই কি ভুলে গেলেন, নাকি আরও একবার বিরাটকে এড়িয়ে গেলেন সৌরভ? বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

২০২৩ আইপিএলের গ্রুপ পর্ব শেষ হয়েছে ধামাকেদার তিনটি সেঞ্চুরি দিয়ে। দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেঞ্চুরি হাঁকান অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। পরের ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্সের মধ্যে। ম্যাচে সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি দেখা গিয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি হাঁকান বিরাট। যেটি আইপিএলের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি। বিরাটের এই রেকর্ডের দিনে শুভমন গিলের ব্যাটেও ওঠে ঝড়। সেঞ্চুরি হাঁকিয়ে গুজরাট টাইটান্সকে জিতিয়ে দেন গিল। একইসঙ্গে তাঁর ব্যাটে এ বারের মতো আইপিএল থেকে বিদায় হয়েছে আরসিবির। শুভমনের ব্যাটিং বিক্রমে সেদিন কোহলির সেঞ্চুরির রেকর্ড খানিকটা যেন চাপা পড়ে যায়। আরসিবির বিদায় হলেও বিরাটের কৃতিত্ব তাতে কমছে না। ব্যক্তিগতভাবে আইপিএলে সাতটি সেঞ্চুরির মালিক বলে কথা। এমন রেকর্ডের মালিকে এড়িয়েই গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশংসাসূচক টুইটে গিল-গ্রিনের জায়গা হলেও, বাদ পড়লেন কোহলি।

টুইটারে সৌরভ লিখেছেন, “কী দারুণ এক প্রতিভা তৈরি করেছে আমাদের দেশ…শুভমন গিল। দুই ম্যাচে কী অসাধারণ দুটো ইনিংস দেখলাম। আইপিএলের মান কত উঁচুতে পৌঁছছে তা এতেই বোঝা গিয়েছে।” টুইটে কোহলির নামের চিহ্নমাত্র নেই। পরপর দুটি ম্যাচে বিরাটের মাস্টারক্লাস ইচ্ছে করেই কি এড়িয়ে গেলেন সৌরভ? পুরনো তিক্ততাই কী এর মূল কারণ? প্রশংসার মধ্যেও সৌরভের ‘পক্ষপাতিত্ব’ দেখে কোহলি-ভক্তরা ক্ষেপে লাল। কেউ কোহলির সেঞ্চুরির কথা মনে করিয়ে দিয়েছেন। কারও বক্তব্য, কোহলি যে পরিস্থিতির মধ্যে সেদিন সেঞ্চুরি করেছেন তাতে তাঁরও প্রশংসা প্রাপ্য। যাই হোক, এই টুইটের মাধ্যমে থিতিয়ে আসা বিতর্ক নিজেই উসকে দিলেন সৌরভ।