Virat Kohli: ‘পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরব’, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বার্তা বিরাটের

RCB, IPL 2023: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততে পারলে এ বারের আইপিএলের প্লে অফে দেখা যেত আরসিবিকে। বিরাট কোহলির দল আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হয়নি। ফের একবার সোনালি ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ হারিয়েছেন বিরাট ও তাঁর দল।

Virat Kohli: 'পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরব', সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বার্তা বিরাটের
'পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরব', সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বার্তা বিরাটেরImage Credit source: Virat Kohli Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 5:03 PM

কলকাতা : ফের একবার আইপিএলের (IPL 2023) স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও আরসিবির (RCB)। আইপিএলের বয়স ১৬। এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, এখনও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন নয় যে দলটা ভালো পারফর্ম করে না। প্রতিভা নেই। অভিজ্ঞতা ও তারুণ্যে ঠাসা একটা দল আরসিবি। এ বার যেমন এখনও অরেঞ্জ ক্যাপের তালিকায় জ্বলজ্বল করছে ফাফ ডু’প্লেসি, বিরাট কোহলিদের নাম। কিন্তু এই দলটাই গুজরাট টাইটান্সের কাছে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিয়েছে। প্লে অফের সামনে থেকে ফিরতে হয়েছে আরসিবিকে। এই হার স্বাভাবিকভাবেই যন্ত্রণা দিয়েছে বিরাটকে ও তাঁর দলকে। স্বপ্নভঙ্গ হয়েছে ঠিকই। কিন্তু কোহলি পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন। একইসঙ্গে সকল আরসিবি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এক সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দিয়েছেন কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় বিরাট তিনটি ছবি শেয়ার করে লেখেন, ‘এই মরসুমে একাধিক মুহূর্ত তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। হতাশ হলেও আমাদের মাথা উঁচু রাখতে হবে। আমাদের সমর্থকদের প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। কোচ, ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদেরও ধন্যবাদ। আগামী মরসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

প্রসঙ্গত, গুজরাট টাইটান্সের কাছে হেরে চলতি আইপিএল থেকে বিদায় নেওয়ার পর আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি বলেছিলেন, তাঁর দলের প্লে অফে ওঠার যোগ্যতা ছিল না। আসলে তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান যে আমরা এই মরসুমে বেশ কয়েকটা ভালো পারফরম্যান্স দেখাতে পেরেছি। কিন্তু সব মিলিয়ে প্লে অফে যাওয়ার মতো তেমন কিছু করতে পারিনি। আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখিনি। তাও প্লে অফে পৌঁছতে পারিনি।’