পূজারাদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের কটাক্ষ সৌরভের

১৫ তারিখ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচ জিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে রাহানের দলের সামনে।

পূজারাদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের কটাক্ষ সৌরভের
দলের কাছে সিরিজ চাইছেন মহারাজ।
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 6:55 PM

কলকাতা: তিনি এখন বিশ্রামে। টিভি পর্দায় টিম ইন্ডিয়ার খেলা দেখতে কোনও সমস্যা নেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অস্ট্রেলিয়ার মাটিতে দল যেভাবে ঘুড়ে দাঁড়াল তাতে খুশি সৌরভ। খেলা শেষ হতেই টুইট করে দলকে শুভেচ্ছা জানালেন। সঙ্গে ব্রিসবেনে নতুন ইতিহাস লেখার লক্ষ্যটাও বেঁধে দিলেন বোর্ড সভাপতি। এখনও কোনও দল অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটি টেস্ট সিরিজ জিততে পারেনি। সৌরভ চান রাহানের দল সেটাই করে দেখাক।

ছোট্ট একটা টুইট। তাতে দলের জন্যে শুভেচ্ছা বার্তা আর সমালোচকদের জবাব। ‘সোমবারে ম্যাচ পূজারা, পন্থ, অশ্বিনদের প্রয়োজনটা নিশ্চই বোঝা গেল? টেস্ট ক্রিকেটে দুরন্ত বোলারদের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করা সবসময় বলের লাইনে গিয়ে হিট করার মতন নয়। টেস্ট ক্রিকেটে প্রায় ৪০০ উইকেট সহজে আসে না।’ লিখেছেন সৌরভ।

আরও পড়ুন : দ্রাবিড়ের জন্মদিনে ভারতীয় ক্রিকেটে নতুন ‘দ্য ওয়াল’

১৫ তারিখ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচ জিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে রাহানের দলের সামনে। সোমবার ভারতীয় দল যে লড়াইটা করেছে তাতে টিম ইন্ডিয়ার মনোবল যেমন তুঙ্গে, তেমনই হাতে থাকা ম্যাচ জিততে না পেরে অস্ট্রেলিয়া শিবিরও তুমুল চাপে। টিম ইন্ডিয়ার সামনে তাই সুবর্ণ সুযোগ।