Gautam Gambhir: ‘এখনও দুটি ট্রফিতে পিছিয়ে…’, গৌতম গম্ভীরের নতুন মিশন!
IPL 2024, Kolkata Knight Riders: এক দশক পর আইপিএল জিতেছে কেকেআর। প্রথম দু-বার অর্থাৎ ২০১২ ও ২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গৌতম গম্ভীর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। মেন্টর হিসেবে ফিরেই তৃতীয় ট্রফি। আইপিএলে সবচেয়ে সফল দুটি দল। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বারের চ্যাম্পিয়ন। তেমনই পাঁচটি ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংসও। এ বার অবশ্য দু-দলই লিগ পর্বেই বিদায় নিয়েছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেশ এখনও কাটেনি। কলকাতা নাইট রাইডার্স শিবির এবং সমর্থকরা সেই মুহূর্তটায় বারবার ফিরে যাচ্ছেন। গত রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ ছিল সানরাইজার্সের। তাদের বিরুদ্ধে অনবদ্য বোলিং মিচেল স্টার্ক, হর্ষিত রানাদের। ধারাবাহিকতা বজায় রেখেছেন স্পিনাররাও। কার্যত একপেশে ফাইনালে সানরাইজার্সকে হারিয়ে ট্রফি জিতেছে কেকেআর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব মিলিয়ে নাইটদের তৃতীয় ট্রফি। মেন্টর গৌতম গম্ভীর পরবর্তী লক্ষ্যও যেন ঠিক করে রেখেছেন।
এক দশক পর আইপিএল জিতেছে কেকেআর। প্রথম দু-বার অর্থাৎ ২০১২ ও ২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গৌতম গম্ভীর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। মেন্টর হিসেবে ফিরেই তৃতীয় ট্রফি। আইপিএলে সবচেয়ে সফল দুটি দল। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বারের চ্যাম্পিয়ন। তেমনই পাঁচটি ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংসও। এ বার অবশ্য দু-দলই লিগ পর্বেই বিদায় নিয়েছিল।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে তৃতীয় ট্রফি জিতেই পরবর্তী লক্ষ্য সম্পর্কে গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছেন, এখনও ট্রফির দিক থেকে দুটিতে পিছিয়ে! একটি সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আমাকে যদি ট্রফির বিষয়ে বলেন, এখনও কিন্তু মুম্বই ও চেন্নাইয়ের থেকে দুটি ট্রফি পিছিয়ে রয়েছি আমরা। তৃতীয় ট্রফি জিতে অবশ্যই খুশি। তবে কেকেআরকে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলতে চাই। এর জন্য আরও অন্তত তিনটি ট্রফি জিততে হবে। পরবর্তী মিশন এটাই।’ তবে একটা প্রশ্ন থাকছেই, গম্ভীর কেকেআরের দায়িত্বে থাকবেন তো! জাতীয় দলের কোচ হিসেবেও এগিয়ে তাঁর নামই।