Ricky Ponting: বিশ্বকাপে সর্বাধিক রান কার, সবচেয়ে বেশি উইকেট কে নেবেন? ভবিষ্যদ্বাণী রিকি পন্টিংয়ের
ICC MEN’S T20 WC 2024: চোটের জন্য গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। এ বার বিশেষ নজর থাকবে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে দক্ষ পেসারের দিকেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল হিসেবে ভালো পারফর্ম করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তবে জসপ্রীত বুমরা ধারাবাহিক ভাবে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। আইপিএলে ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন বুমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বার বেড়ে উঠছে! ২০টি দেশ অংশ নেবে এ বারের বিশ্বকাপে। প্রথম বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। প্রথম বার খেলবেও তারা। বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বড় মঞ্চে নজর কাড়ার লক্ষ্য থাকবে প্রত্যেকেরই। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কে নিতে পারেন? সর্বাধিক রানই বা কার ব্যাটে আসতে পারে! এই নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তি অজি ক্রিকেটার রিকি পন্টিং। তাঁর তালিকায় কারা জায়গা পেলেন?
চোটের জন্য গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। এ বার বিশেষ নজর থাকবে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে দক্ষ পেসারের দিকেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল হিসেবে ভালো পারফর্ম করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তবে জসপ্রীত বুমরা ধারাবাহিক ভাবে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। আইপিএলে ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন বুমরা। ব্যাটিং দাপটের টুর্নামেন্টে তাঁর ইকোনমি মাত্র ৬.৪৮! টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরা সবচেয়ে বেশি উইকেট নেবে বলে মনে করছেন রিকি পন্টিং।
আইসিসি-কে রিকি পন্টিং বলেছেন, ‘বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে আমার বাজি জসপ্রীত বুমরা। ও গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করছে বুমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত খেলেছে। নতুন বলে ও কী করতে পারে, সেটা সকলেই দেখেছে। সুইং, সিমে বাজিমাত করে। তবে আইপিএলে সবচেয়ে বেশি নজর কেড়েছে ওর ইকোনমি রেট ৭-এরও কম! ও যেমন উইকেট নিতে পারে, তেমনই কঠিন পরিস্থিতিতেও রানও আটকায়। বিশ্বকাপে আমি ওকেই এগিয়ে রাখব।’
সবচেয়ে রানের ক্ষেত্রে অবশ্য নিজের দেশের ব্যাটারকেই এগিয়ে রাখছেন পন্টিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফ পর্ব বাদ দিলে, লিগে বিধ্বংসী এবং ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। কথা হচ্ছে ট্রাভিস হেডকে নিয়ে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাঁর ব্যাটেই আসবে, মনে করছেন রিকি পন্টিং। অজি কিংবদন্তির কথায়, ‘আমার অনুমান সর্বাধিক রান সংগ্রাহক হবে ট্রাভিস হেড। লাল বল হোক বা সাদা, ও কিন্তু ধারাবাহিক ভালো পারফর্ম করছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে।’
আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন হেড। যদিও প্লে-অফে হতাশ করেছিলেন। প্রথম কোয়ালিফায়ারে তাঁকে অনবদ্য ডেলিভারিতে ফেরান জাতীয় দলের সতীর্থ তথা কেকেআরের বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক।