ICC World Cup 2023, Shubman Gill: আবার ধাক্কা, ভারত-পাকিস্তান ম্যাচেও হয়তো খেলতে পারবেন না তারকা ওপেনার!
Shubman Gill: গত শুক্রবার ভারতীয় শিবির থেকে দেওয়া হয়েছিল বড় আপডেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে পাওয়া যাচ্ছে না শুভমন গিলকে। তাতে যে চাপ বেড়ে গিয়েছিল, সন্দেহ নেই। রোহিত আর শুভমন ওপেনার হিসেবে প্রথম পছন্দ ছিলেন। আফগানিস্তান ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। চেন্নাইয়েই থাকবেন ভারতীয় ওপেনার। চিকিৎসকরা নজরে রাখবেন তাঁকে। আর সেই কারণেই পাকিস্তান ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
চেন্নাই: ডেঙ্গির জন্য বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে চাপে পড়লেও বিরাট কোহলি (Virat Kohli) ও লোকেশ রাহুল (KL Rahul) জুটিতে ম্যাচ জিতেছে ভারত। তবে টপ অর্ডার ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার রান পাননি। যা নিয়ে চলছে আলোচনা। দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলের (Shubman Gill) না থাকা খানিকটা হলেও পরিকল্পনা ঘেঁটে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। গত আইপিএল থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন। এশিয়া কাপেও নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে তিনিই ছিলেন প্রথম পছন্দ। কিন্তু তাঁর অসুস্থতা চিন্তা বাড়াচ্ছে ভারতের। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। এই দুটো ম্যাচে কি পাওয়া যাবে শুভমনকে? TV9Bangla Sportsএ বিস্তারিত।
গত শুক্রবার ভারতীয় শিবির থেকে দেওয়া হয়েছিল বড় আপডেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে পাওয়া যাচ্ছে না শুভমন গিলকে। তাতে যে চাপ বেড়ে গিয়েছিল, সন্দেহ নেই। রোহিত আর শুভমন ওপেনার হিসেবে প্রথম পছন্দ ছিলেন। কিন্তু শুভমনের ডেঙ্গির কারণে ঈশান কিষাণকে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে খেলানো হয়েছে। রোহিত, ঈশান এবং শ্রেয়স রান পাননি। যে কারণে ফর্মে থাকা শুভমনকে দরকার ভারতের। প্রথমে ভাবা হয়েছিল, আফগানিস্তান ম্যাচের আগে না হলেও পাকিস্তান ম্যাচের সময় ফিট শুভমনকে পাওয়া যাবে। কিন্তু যা পরিস্থিতি তাতে বাবর আজমদের বিরুদ্ধে খেলতে পারবেন না শুভমন। পাকিস্তান টিম তাতে খানিকটা হলেও অ্যাডভান্টেজে থাকবে।
ডেঙ্গি হলে সাধারণত সাতদিন লাগে জ্বর কমতে। অধিকাংশ ক্ষেত্রেই তা বেড়ে যায়। যে কারণে আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান ম্যাচেও হয়তো পাওয়া যাবে না তাঁকে। আফগানিস্তানের পর আমদেবাদে পাকিস্তানকে হারাতে পারলে ভারতীয় টিমের মনোবল আরও বেড়ে যাবে। যে কারণে সেরা টিম নিয়েই পাক-বধের পরিকল্পনা সাজাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুভমন চলতি বছর ওয়ান ডে ফর্ম্যাটে দারুণ পারফর্ম করছেন। ২০টা ওয়ান ডে ম্যাচ খেলে করেছেন ১২৩০ রান। গড় ৭২.৩৫। সঙ্গে পাঁচটা সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ডাবল সেঞ্চুরি।
ভারতীয় দলের তরফে যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বুধবার দিল্লিতে রয়েছে আফগানিস্তান ম্যাচে। তাতে টিমের সঙ্গে যাবেন না গিল। চেন্নাইয়েই থাকবেন ভারতীয় ওপেনার। চিকিৎসকরা নজরে রাখবেন তাঁকে। আর সেই কারণেই পাকিস্তান ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।