MS Dhoni : ধোনি নন, সুনীল গাভাসকরের চোখে আসল ‘ক্যাপ্টেন কুল’ কে?

Sunil Gavaskar : তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য সুনীল গাভাসকর সদ্য জানিয়েছেন, তাঁর মতে আসল ক্যাপ্টেন কুল মাহি নন।

MS Dhoni : ধোনি নন, সুনীল গাভাসকরের চোখে আসল 'ক্যাপ্টেন কুল' কে?
MS Dhoni : ধোনি নন, সুনীল গাভাসকরের চোখে আসল 'ক্যাপ্টেন কুল' কে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 6:46 PM

নয়াদিল্লি : মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ক্রিকেট বিশ্বে পরিচিত ‘ক্যাপ্টেন কুল’ নামে। ক্রিকেট প্রেমীরা ‘ক্যাপ্টেন কুল’ শব্দটা শুনলেই মনে করেন ধোনিকে। আর শুধু তাই নয়, মাহির সঙ্গে এই ক্যাপ্টেন কুল শব্দটা বেশ মানায়ও। যেহেতু ধোনি ভীষণ ঠাণ্ডা মস্তিস্কের। কিন্তু ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) মনে করেন, আসল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি নন। তা হলে কাকে ক্যাপ্টেন কুল বললেন সানি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য সুনীল গাভাসকর সদ্য জানিয়েছেন, তাঁর মতে আসল ক্যাপ্টেন কুল মাহি নন। কপিল দেব। ১৯৮৩ সালে ভারতকে প্রথম বার বিশ্বকাপ এনে দিয়েছিলেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের সফরে কপিল দেবের অলরাউন্ড পারফর্ম্যান্স যথেষ্ট নজরকাড়া ছিল। সে কথা উল্লেখ করে গাভাসকর জানান, কেন কপিল দেব আসল ক্যাপ্টেন কুল?

সানির কথায়, ১৯৮৩ সালের বিশ্বকাপে ব্যাটে-বলে বাজিমাত করেছিলেন কপিল দেব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনালে যেভাবে তিনি ভিভ রিচার্ডসের ক্যাচ ধরেছিলেন তা কোনওদিন ভোলার নয়। লিটল মাস্টারের কথায়, কপিল দেব শুধু অধিনায়ক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি। বরং নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণও দিয়েছিলেন। একইসঙ্গে সানি জানান, কেউ কোনও ক্যাচ ফসকালে বা মিসফিল্ড হলে কপিল দেব হেসে বিষয়টা মিটিয়ে ফেলতেন। যে কারণে তিনিই আসল ‘ক্যাপ্টেন কুল।’

গাভাসকরের হৃদয়ে আজও কপিল দেবের ১৭৫ নট আউট ইনিংসটির স্মৃতি রয়ে গিয়েছে। হরিয়ানা হ্যারিকেনের ওই বিধ্বংসী ইনিংস নিয়ে গাভাসকর বলেন, ‘ওডিআই ক্রিকেটে কপিল দেবের ওই ইনিংসটার থেকে ভালো কোনও ইনিংস আজ অবধি আমি দেখিনি।’ উল্লেখ্য, গতকালই (২৫ জুন) ছিল ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে ফের একসঙ্গে জড়ো হয়েছিলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। কপিল-সানি-কিরমানিরা ৩০ ফুট উঁচুতে আকাশে এক বিমানে বিশেষ সেলিব্রেশনে সামিল হয়েছিলেন।