IPL 2025: স্টুপিড, স্টুপিড, স্টুপিড… আইপিএলে আবার সানির গলায় সেই ডায়লগ, নিশানায় পন্থ?
২২ গজে যে কোনও ম্যাচের আগে একটা ডায়লগ যেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড'। শুরুটা হয়েছিল শেষ বর্ডার গাভাসকর ট্রফির সময়।

কলকাতা: ২২ গজে যে কোনও ম্যাচের আগে একটা ডায়লগ যেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’। শুরুটা হয়েছিল শেষ বর্ডার গাভাসকর ট্রফির সময়। যা চলছে এ বারের আইপিএলেও। এর আগে ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ এই কথা বলেছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। আর কাকে বলেছিলেন? ঋষভ পন্থকে (Rishabh Pant)। এ বারও সানিই শোনালেন সেই কথা। বললেন পন্থকে উল্লেখ করেই।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে লখনউয়ের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। সেই ম্যাচের আগেই গাভাসকর লাইভ শো-তে সেই মন্তব্য করেন। লখনউ সুপার জায়ান্টস এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ বোলারদের অভাব বোধ করছে। মহসিন খান ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। নির্ভরযোগ্য বোলার মায়ঙ্ক যাদব চোটের কারণে কবে মাঠে ফিরবেন, তা ঠিক নেই। এই পরিস্থিতিতে ম্যাচ শুরুর আগে লিটল মাস্টারকে প্রশ্ন করা হয় যে, বোলারদের অভাব ঢাকতেই কি আক্রমণাত্মক ব্যাটিং করছেন লখনউয়ের ক্রিকেটাররা?
এই প্রশ্নের উত্তরে সুনীল গাভাসকর বলেন, “তুমি এই প্রশ্নটা আর একটু আগে করলে ভালো করতে। আমি ঋষভের সঙ্গে একটু আগেই কথা বলছিলাম। ওকে জিজ্ঞাসা করতাম যে, এটাই আসল কারণ কিনা। সম্ভবত ও উত্তর দিত স্টুপিড, স্টুপিড, স্টুপিড।”
এরপরই গাভাসকর আরও বলেন, “তুমি লক্ষ্য করলে দেখবে, নিকোলাস পুরান ও মিচেল মার্শ স্বাভাবিকভাবেই আক্রমণাত্বক খেলে। ওদের খেলার ধরনটাই এরকম। ওরা সেইভাবেই প্রতিটা ম্যাচে খেলে। পরের দিকে ঋষভ পন্থও আছে। ওদের স্বাভাবিক ভাবেই ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে। দলের গুরুত্বপূর্ণ বোলাররা যখন অনুপস্থিত, তখন ওদের ব্যাটাররা চাইবে যে একটা ভালো রান তুলতে। যাতে ওদের বোলারদের উপরে চাপ কম পড়ে। মাঝে মাঝে সময় খারাপ দিন যেতেই পারে।”
উল্লেখ্য, ২০২৪ সালে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ঋষভ পন্থ একটি বেপরোয়া শট খেলতে গিয়ে আউট হন। যা দেখে ধারাভাষ্য দিতে দিতে সুনীল গাভাসকর রেগে যান। ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ মন্তব্য করেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরবর্তীতে সানির এই ডায়লগ অনেকের মুখে প্রচলিত হয়ে উঠে ছিল। পরে ঋষভ পন্থ আবার পরে মজা করে এই ‘স্টুপিড’ নিয়ে নিজেও এক ভিডিয়োতে বলেছিলেন।





