Asia Cup 2024: শুরুতেই ভারত-পাক মহারণ, এশিয়া কাপের দল ঘোষণা বোর্ডের

এ মাসের ১৯ তারিখ শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ (Asia Cup)। ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমিরশাহি ও নেপাল। এবং দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Asia Cup 2024: শুরুতেই ভারত-পাক মহারণ, এশিয়া কাপের দল ঘোষণা বোর্ডের
Asia Cup 2024: শুরুতেই ভারত-পাক মহারণ, এশিয়া কাপের দল ঘোষণা বোর্ডের
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 9:40 PM

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এ মাসের ১৯ তারিখ শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ (Asia Cup)। ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমিরশাহি ও নেপাল। এবং দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আজ, বোর্ডের পক্ষ থেকে মহিলাদের এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এক ঝলকে দেখে নিন কে কে সুযোগ পেলেন মহিলাদের এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে।

আসন্ন এশিয়া কাপের গ্রুপ-এ তে রয়েছে টিম ইন্ডিয়া। হরমনপ্রীত কৌরের ভারত প্রথম ম্যাচে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচই ডাম্বুলায়। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। সেটি হবে ২১ জুলাই। এরপর ভারত তৃতীয় ম্যাচ খেলবে ২৩ জুলাই। ওই ম্যাচে স্মৃতি মান্ধানাদের প্রতিপক্ষ নেপাল। ২৬ জুলাই টুর্নামেন্টের সেমিফাইনাল। এবং এ বারের এশিয়া কাপের ফাইনাল ২৮ জুলাই।

এ বারের এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড — হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ (উইকেটকিপার), উমা ছেত্রী (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল ও সঞ্জনা সাজীবন।

রিজার্ভ প্লেয়ার – শ্বেতা সেহরাওয়াত, সাইকা ইশাক, তনুজা কানওয়ার ও মেঘনা সিং।

আপাতত ভারতীয় মহিলা ক্রিকেট টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত। প্রথম ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। আগামিকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে রিচা ঘোষ চোট পেয়েছিলেন। তাঁর বদলে সঞ্জনা সাজীবন কনকাশন সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন।