Virat Kohli: স্ত্রী অনুষ্কা-সন্তানরা নয়, বিরাট কোহলির ফোনের ওয়ালপেপারে অন্য একজন; কে তিনি?

পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এ বার লন্ডন পৌঁছে গেলেন বিরাট কোহলি। এরই মাঝে ভাইরাল তাঁর ফোনের ওয়ালপেপারের ছবি। যেখানে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা, সন্তানরা নেই। রয়েছেন অন্য একজন? কে তিনি?

Virat Kohli: স্ত্রী অনুষ্কা-সন্তানরা নয়, বিরাট কোহলির ফোনের ওয়ালপেপারে অন্য একজন; কে তিনি?
Virat Kohli: স্ত্রী অনুষ্কা-সন্তানরা নয়, বিরাট কোহলির ফোনের ওয়ালপেপারে অন্য একজন; কে তিনি?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 11:12 PM

কলকাতা: বিশ্বজয়ের বিজয় উৎসবে সামিল হওয়ার পর লন্ডন পাড়ি দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এ বার তিনি বেশি সময় দিতে পারবেন পরিবারকে। আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এ বার লন্ডন পৌঁছে গেলেন কোহলি। এরই মাঝে ভাইরাল তাঁর ফোনের ওয়ালপেপারের ছবি। যেখানে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা, সন্তানরা নেই। রয়েছেন অন্য একজন? কে তিনি?

বিরাট কোহলি যখনই কোথাও যান, তাঁর ড্রাইভারকে শেষে বিদায় জানিয়ে যান। কোনও বার তার অন্যথা হয় না। এ বারও হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় বিরাট যখন বিমানবন্দরে ঢুকতে যাচ্ছিলেন, তার আগে নিজের ড্রাইভারকে হাত দেখিয়ে, বিদায় জানিয়ে এগিয়ে যান।

লন্ডন যাওয়ার জন্য বিরাট কোহলি যখন মুম্বই বিমানবন্দরে গিয়েছিলেন, ওই সময় তাঁর ফোনের ওয়ালপেপারের ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নিম করোলি বাবার ছবি। আসলে নিম করোলি বাবাকে অনেক শ্রদ্ধা করেন বিরাট কোহলি। জানেন তিনি কে?

নিম করোলি বাবা একজন মহান গুরু, সাধু। অনেকেই তাঁকে হনুমানজির ভক্তও বলেন। মাত্র ১৭ বছরেই তিনি যাবতীয় জ্ঞান, বিদ্যা অর্জন করেছিলেন। তাঁর ভক্তরা তাঁকে মহারাজজি বলেও ডাকেন। বৃন্দাবনে ও উত্তরাখণ্ডের কৈঞ্চিতে নিম করোলি বাবার আশ্রম রয়েছে। বিরাট ও অনুষ্কা দু’জনই ২০২৩ সালে নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন। সেই সময় তাঁদের সঙ্গে ছিল মেয়ে ভামিকাও।