Rehan Ahmed: ইতিহাস গড়ার লক্ষ্যে একধাপ এগোল ১৮ বছরের রেহান

পাকিস্তান (Pakistan) সফরে নেট বোলার হিসেবে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই পেলেন ইংল্যান্ডের মূল দলে ডাক।

Rehan Ahmed: ইতিহাস গড়ার লক্ষ্যে একধাপ এগোল ১৮ বছরের রেহান
ইতিহাস গড়ার লক্ষ্যে একধাপ এগোল ১৮ বছরের রেহানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2022 | 3:48 PM

নয়াদিল্লি : পাকিস্তান (Pakistan) সফরে নেট বোলার হিসেবে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই পেলেন ইংল্যান্ডের মূল দলে ডাক। প্রথম শ্রেণির মাত্র তিনটি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে রেহান আহমেদের (Rehan Ahmed)। তাঁকে নেট বোলার হিসেবে দলের সঙ্গে পাকিস্তান সফরে নেওয়ার কথা ভেবে রেখেছিল ইংল্যান্ড (England)। তবে আবু ধাবিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন সিদ্ধান্ত বদলে ফেলল ইংল্যান্ড। মূল দলেই সংযুক্ত করে নেওয়া হয় রেহানকে। সিরিজের কোনও ম্যাচে খেলার সুযোগ পেলে ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে টেস্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন তিনি। ইতিহাস গড়ার লক্ষ্যে একধাপ এগিয়ে গেল ১৮ বছরের রেহান আহমেদ। সেই তথ্যই তুলে ধরল TV9Bangla

২০২১ সালের রয়্যাল লন্ডন কাপ দিয়ে প্রথম খেলেন রেহান। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছেন রেহান। দলের হয়ে উইকেট নিয়েছিলেন ১২টি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড জাতীয় দল। লায়ন্সের হয়ে খেলতে নেমে প্রথম দিন ৮ ওভারে ৭৩ রান খরচ করেছেন রেহান। জানা গিয়েছে, চা পানের বিরতির সময় তাঁকে টেস্ট দলে নেওয়ার খবরটি দিয়েছিলেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। পাকিস্তান সফরের অভিজ্ঞতা পরবর্তীকালে রেহানকে আরও সাহায্য করবে ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

রেহানকে দলে নেওয়ার ব্যাপারে ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘আমরা জানি, ও এখনও পুরোপুরি পরিণত নয়। তবে ওর সফল হওয়ার সম্ভাবনা আছে। বেন স্টোকস, আমি ও বাকি কোচরা ওর খেলার ধরণ পছন্দ করি। পাকিস্তানে দলের অংশ হওয়ার যে অভিজ্ঞতা হবে, সেটা ওর অনেক কাজে দেবে, আমাদের দলেরও সুবিধা হবে।’

এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হলেন ইয়র্কশায়ারের ব্রায়ান ক্লোজ। ১৯৪৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১৪৮ দিন। কেরিয়ারে ২২টি টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। দীর্ঘ ১৭ বছর পর, পাকিস্তান সফরে টেস্ট সিরিজের জন্য যাচ্ছে ইংল্যান্ড। আবু ধাবির প্রস্তুতি ক্যাম্প শেষ করে, আগামী শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবে ইংল্যান্ড।