MS Dhoni ভিডিয়ো: জোর করে মাঠে ঢোকার পর কী হয়েছিল? মাহির প্রমিস ও অভিজ্ঞতা জানালেন ধোনিভক্ত

IPL 2024, MS DHONI: আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। এ বারের আইপিএলে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ গুজরাট টাইটান্স। যদিও ঘরের মাঠে অনবদ্য় পারফর্ম করেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ক্যাপ্টেন শুভমন গিল ও সাই সুদর্শন দু-জনই সেঞ্চুরি করেছিলেন। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল টাইটান্স। এই ম্যাচটি এক ধোনি ভক্তের কাছে আরও বেশি স্মরণীয়।

MS Dhoni ভিডিয়ো: জোর করে মাঠে ঢোকার পর কী হয়েছিল? মাহির প্রমিস ও অভিজ্ঞতা জানালেন ধোনিভক্ত
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 29, 2024 | 6:12 PM

হোম গ্রাউন্ড! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটা টিমেরই থাকে। কিন্তু কয়েকজন প্লেয়ারের জন্য সব ভেনুই হোম গ্রাউন্ড। ঘরের মাঠের টিমকে সমর্থন আলাদা বিষয়, কিন্তু মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা যে মাঠেই খেলুন, প্রতিপক্ষ সমর্থনও তাঁদের পাশেই থাকে। অনেকেই নিরাপত্তার জাল ছিঁড়ে মাঠে ঢুকে পড়েন। পা ছুঁয়ে প্রণাম করেন। আর ধোনি, বিরাট কিংবা রোহিতের আলিঙ্গনে বাঁধা পড়লে বর্তে যান। এ বারের আইপিএলেও এমন ঘটনা দেখা গিয়েছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি আলাদা প্রমিসও করেছেন, এমন ঘটনাই প্রকাশ্যে এল। কোন ম্যাচ বা সেই ঘটনা মনে পড়ে?

আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। এ বারের আইপিএলে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ গুজরাট টাইটান্স। যদিও ঘরের মাঠে অনবদ্য় পারফর্ম করেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ক্যাপ্টেন শুভমন গিল ও সাই সুদর্শন দু-জনই সেঞ্চুরি করেছিলেন। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল টাইটান্স। এই ম্যাচটি এক ধোনি ভক্তের কাছে আরও বেশি স্মরণীয়।

ধোনি শেষ আইপিএল খেললেন কিনা, নিশ্চিত নয়। এ বার প্রতি মাঠেই তাঁকে দেখার আকুলতা বেশি ছিল। বেশির ভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি ডেলিভারির জন্য নামতেন ধোনি। তাতেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। আমেদাবাদে ধোনি ব্যাটিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা ভেদ করে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। দৌড়ে সোজা মহেন্দ্র সিং ধোনির কাছে। প্রণাম করে। মাহি তাঁর কাঁধে হাত রেখে ভরসা দেন। কিন্তু তাঁদের মধ্যে বিশেষ কথাও হয়েছিল!

নিরাপত্তা ভেদ করে মাঠে ঢোকা সেই ভক্ত পুরো ঘটনা বর্ণনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। সেই ভক্তের দাবি, তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যার জন্য অস্ত্রোপচারও করাতে হবে। মাহি তাঁকে প্রমিস করেছেন, সেই অস্ত্রোপচারের খরচ দেবেন, এমনই দাবি সেই ভক্তের।

এমনকি মাঠে নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত বের করার চেষ্টা করলেও মাহি তাঁদের ধমক দিয়ে নাকি বলেছেন, আচরণ ঠিক করতে। পুরো ঘটনা বর্ণনা করার সময়, দৃশ্যগুলো যেন আরও একবার চোখের সামনে ভেসে উঠছিল।