Cricket World Cup: বিশ্বকাপে প্রথম ফাইফার নিয়েছিলেন কে? রইল সেরা ১০ বোলারের তালিকা
ICC World Cup: এখনও অবধি ওডিআই বিশ্বকাপে ৬৪ বার ৫ উইকেট নিয়েছেন দেশ-বিদেশের বোলাররা। ২০১৯ সালের বিশ্বকাপে, ৫ জুলাই সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। এ বারের বিশ্বকাপে প্রথম ফাইফার কোন ক্রিকেটার নেন, সেটাই দেখার।

কলকাতা: ব্যাটে-বলে বাজিমাত করলে পরই ম্যাচ জেতা যায়। ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup) ক্রিকেটারদের রানের পাহাড় গড়ার সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্তরা। তেমনই বোলারদের দাদাগিরিও দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ওডিআই বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন অনে ক্রিকেটার। আপনি কি জানেন ওডিআই বিশ্বকাপে প্রথম ৫ উইকেট নেওয়ার বোলার কে? তিনি অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। তিনি ১৯৭৫ সালের বিশ্বকাপে, ৭ জুন পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে অজিরা জিতেওছিল। সেই ছিল ক্রিকেট বিশ্বকাপের প্রথম ফাইফার। এরপর ওডিআই বিশ্বকাপে আরও প্রচুর ফাইফার নিয়েছেন ক্রিকেটাররা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন ওডিআই বিশ্বকাপে ফাইফার নেওয়া সেরা ১০ বোলারের তালিকা।
এখনও অবধি ক্রিকেট বিশ্বকাপে ৬৪ বার ৫ উইকেট নিয়েছেন দেশ-বিদেশের বোলাররা। ২০১৯ সালের বিশ্বকাপে, ৫ জুলাই সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে পাক ক্রিকেট দল জিতেছিল।
এ বার দেখে নেওয়া যাক ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি বার ফাইফার নেওয়া বোলারদের তালিকা —
১. এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তিনি ওডিআই বিশ্বকাপের ৩ টি ম্যাচে ফাইফার নিয়েছিলেন। বিশ্বকাপের মঞ্চে তাঁর মোট উইকেট সংগ্রহ ৪৯টি।
২. এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর। তিনি ওডিআই বিশ্বকাপে ২ বার উইকেট নিয়েছিলেন। ওডিআই বিশ্বকাপে তাঁর মোট ১১ টি উইকেট রয়েছে।
৩. এই তালিকার তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ভ্যাসবার্ট ড্রেকস। ওডিআই বিশ্বকাপে তিনিও ২ বার ফাইফার নিয়েছিলেন। ওডিআই বিশ্বকাপে তাঁর মোট ১৬ টি উইকেট রয়েছে।
৪. বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন এই তালিকার ৪ নম্বরে। তিনিও ক্রিকেট বিশ্বকাপ ২ বার ৫ উইকেট নিয়েছিলেন। ওডিআই বিশ্বকাপে তাঁর মোট ২০ টি উইকেট রয়েছে।
৫. শ্রীলঙ্কান ক্রিকেটার অশান্ত ডি মেল এই তালিকার ৫ নম্বরে রয়েছেন। ওডিআই বিশ্বকাপে তাঁর মোট ১৮ টি উইকেট রয়েছে। এবং তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ২ বার ৫ উইকেট নিয়েছেন।
৬. এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। ওডিআই বিশ্বকাপে তাঁর মোট ৩০ টি উইকেট রয়েছে। এবং তিনি ফাইফার নিয়েছেন ২ বার।
৭. অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এই তালিকায় ৭ নম্বরে রয়েছেন। বিশ্বকাপের ৩৯টি ম্যাচে খেলে তিনি নিয়েছেন ৪২টি উইকেট। তার মধ্যে রয়েছে ২ বার ফাইফার।
৮. অজি তারকা মিচেল মার্শ এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন। তিনি ওডিআই বিশ্বকাপের ৩ ম্যাচে ১ বার ফাইফার নিয়েছেন।
৯. ওয়েস্ট ইন্ডিজের রবি রামপাল ২০১১ সালের এক ম্যাচে ফাইফার নিয়েছিলেন। তিনি রয়েছেন এই তালিকার ৯-য়ে।
১০. কানাডার অস্টিন কডরিংটন ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপের ৫টি ম্যাচে খেলেছিলেন। তাতে তিনি এক ম্যাচে ফাইফার নিয়েছিলেন।





