Venkatesh Iyer: ফলের আশা না করে পরিশ্রম কর, ভেঙ্কটেশকে বার্তা সৌরভের
আইপিএল ফাইনালের পর কথা হয়েছিল আদর্শ দাদার সঙ্গে। সৌরভের (Sourav Ganguly) দেওয়া গুরুমন্ত্র নিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।
কলকাতা: আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পাশাপাশি ভারতীয় ক্রিকেটেও (Indian Cricket) যেন ঝড় তুলেছিলেন মধ্য প্রদেশের এক বাঁ-হাতি ব্যাটসম্যান— ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। প্রথম পর্বে নাইট শিবিরে যে এক্স ফ্যাক্টরটার অভাব ছিল, দ্বিতীয় পর্বে সেটাই নিয়ে এলেন ভেঙ্কি। তাঁর ব্যাটের মতোই দলও তরতর করে এগিয়ে গেল ফাইনালের পথে। সেই পারফরম্যান্সের দাম পেলেন ভেঙ্কটেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। অলরাউন্ডার হিসেবেই তাঁকে ভাবছেন নির্বাচকরা। কারণ বাঁ-হাতে দাপুটে ব্যাটিং করার পাশাপাশি ডান হাতে বোলিংটাও করতে পারেন। আইপিএলের মাঝেই জানিয়েছিলেন তিনি ছোট থেকে একজনরই ভক্ত, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রথম জীবনে নাকি ডান হাতে ব্যাটিং করতেন। কিন্তু দাদাকে দেখেই বাঁ-হাতে ব্যাট তুলতে শুরু করেন। নিজের খেলার প্রতিটি পরতে সৌরভকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আইপিএল ফাইনালের পর কথা হয়েছিল আদর্শ দাদার সঙ্গে। সৌরভের দেওয়া গুরুমন্ত্র নিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন ভেঙ্কটেশ আইয়ার।
কি কথা হয়েছিল দাদা সঙ্গে, ভেঙ্কি বলছেন, “আইপিএল ফাইনালের পর দেখা হয়েছিল দাদার সঙ্গে। ওঁর সঙ্গে কথা বলটা একটা দারুণ অনুভূতি। সাধারণ কথাই হয়েছিল সেদিন। দাদা বলেছিলেন, আমি ঠিক পথে এগিয়ে যাচ্ছি। আরও বেশি করে পরিশ্রম করতে বলেছেন। ফলাফলের কথা না ভেবে পরিশ্রম করতে বলেছেন। তা হলেই ফল পাব।”
টি-২০ বিশ্বকাপের আগে শেষ হওয়া আইপিএলে ৪১ গড় ছিল ভেঙ্কটেশের। চারটে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। বল হাতেও বেশ সফল হয়েছিলেন তিনি। তিনটি উইকেট নিয়েছিলেন মিডিয়াম পেসার। হার্দিক পান্ডিয়াকে শাস্তি দিয়েছেন নির্বাচকরা। ফিটনেস প্রমাণ করে আবার ফিরে আসতে হবে তাঁকে। এই ফাঁকা জায়গাটাই ভেঙ্কির সামনে সুযোগ হিসেবে এসেছে। আগামী বছর আরও একটা টি-২০ বিশ্বকাপ। ভালো পারফর্ম করে দলে জায়গা ধরে রাখাই চ্যালেঞ্জ তাঁর সামনে। কিছুদিন পরই আছে আইপিএলের মেগা নিলাম। কলকাতা নাইট রাইডার্স যদি তাঁকে ধরে না রাখে, তাহলে যে কোনও ফ্রাঞ্চাইজি তাঁকে পেতে ঝাঁপাবে, সন্দেহ নেই। তাই আগামী পথটা বেশ সুখকর হতে পারে ভঙ্কির জন্য। তবে শর্ত একটাই। ভালো পারফর্ম করতে হবে। দাদা গুরমন্ত্রে সে দিকেই ফোকাস ভেঙ্কটেশ আইয়ারের।
আরও পড়ুন : Pakistan vs Australia Live Score, T20 World Cup 2021: বাবর-রিজওয়ান জুটিতে ভালো শুরু পাকিস্তানের