টিম থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পৃথ্বী

বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) রানের বন্যা বইয়ে দেওয়াটা সহজ ছিল না, মানছেন পৃথ্বী (Prithvi Shaw)।

টিম থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পৃথ্বী
টিম থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পৃথ্বী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2021 | 4:25 PM

নয়াদিল্লি: ৩৬ রানে বিপর্যয় ভারতীয় ক্রিকেটকে চূড়ান্ত সমালোচনার মুখে ফেলে দিয়েছিল। ওই ম্যাচের এক ক্রিকেটারও তেমনই বিপর্যস্ত হয়েছিলেন। এতটাই যে, নিজের রুমে ফিরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। মনে হয়েছিল, কেরিয়ারটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল! অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টের পর আর সুযোগ মেলেনি। ওপেনার হিসেবে তাঁর বদলে উত্থান হয়েছিল শুভমন গিলের।

অ্যাডিলেডে দু’ইনিংসে ০ ও ৪ করা সে দিনের সেই কান্নায় ভেঙে পড়া ক্রিকেটারের নাম পৃথ্বী শ (Prithvi Shaw)। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন মুম্বইয়ের (Mumbai) ক্যাপ্টেন। একটা ডাবল সেঞ্চুরি সহ চারটে সেঞ্চুরি করে ফেলেছেন। গড় ১৮৮.৫। অস্ট্রেলিয়া সফরের পরই ভারতীয় টিম থেকে বাদ পড়েছেন পৃথ্বী। আবার দলে ফিরতে কতটা মরিয়া মুম্বইয়ের ক্রিকেটার, প্রতি ম্যাচেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: কাতারেই হবে সুনীলদের বাকি ম্যাচ

টিমকে ফাইনালে তোলা পৃথ্বী বলেছেন, ‘প্রথম টেস্টের পর যখন টিম থেকে বাদ পড়ি, তীব্র টেনশনের মধ্যে ছিলাম। মনে হয়েছিল, আমি কোনও কাজের নই। ওটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। নিজের রুমে ফিরে কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার মনে হয়েছিল, আমি ভুল করছি। দ্রুত আমাকে জবাব দিতে হবে।’

বিজয় হাজারে ট্রফিতে সেটাই করছেন পৃথ্বী। অস্ট্রেলিয়া সফরের পর বাদ যাওয়াটাকে শিক্ষা হিসেবে নিয়েছেন ভারতীয় ওপেনার। ‘ওই ঘটনার পর আমি নিজেকে বলেছিলাম, আবার উঠে দাঁড়াতে হবে আমাকে। একটা প্রবাদ আছে, কঠিন পরিশ্রম দিয়ে প্রতিভাকেও হারানো যায়। আমি নিজেকে বলেছিলাম, আমার প্রতিভা যদি থাকেও সেটা কাজে লাগাতে পারব না, যদি পরিশ্রম না করি। সেটাই করেছি।’

বিজয় হাজারেতে রানের বন্যা বইয়ে দেওয়াটা সহজ ছিল না, মানছেন পৃথ্বী। ‘যখন টিম থেকে কেউ বাদ পড়ে, তার ওপর একটা প্রবল চাপ তৈরি হয়। সহজে ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না। আমি সব ভুলে রান পেতে চেয়েছিলাম। প্রচুর রান করার তাগিদটা তুলে ধরার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: জুভেন্তাস থেকে রিয়ালে ফিরতে চান, রোনাল্ডোকে নিয়ে জল্পনা তুঙ্গে