Virat Kohli: ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের ১৫ বছর পূর্তি

৩৪ বছরের প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট বিশ্বজুড়ে বন্দিত। ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের দেড় দশক পূর্ণ হল।

Virat Kohli: ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের ১৫ বছর পূর্তি
ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের ১৫ বছর পূর্তিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 1:29 PM

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে কোহলিয়ানার ১৫ বছর পার। ঠিক ১৫ বছর আগে, ২০০৮ সালে আজকের দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় ওডিআই ক্রিকেটে ডেবিউ হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli)। এই দিনটি ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে ভীষণ স্পেশাল। ৩৪ বছরের প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট বিশ্বজুড়ে বন্দিত। ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের দেড় দশক পূর্ণ হল। আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) বিরাটের ১৫ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তাঁর একাধিক পুরনো ইনিংসের ভিডিয়ো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেটে কিং কোহলির ১৫ বছর পার…

২০০৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার কয়েক মাস পর সিনিয়র টিমে ডাক পান বিরাট কোহলি। ২০০৮ সালের ১৮ অগস্ট তাঁর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়। ডেবিউ ম্যাচে ওপেনিংয়ে নেমে বিরাট ২২ বলে মাত্র ১২ রান করেছিলেন। পরবর্তীতে বিরাট কোহলি শুধু ওডিআইতেই নয়, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রাজ করেছেন।

বর্তমানে বিরাট কোহলি এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখনও অবধি ভারতের জার্সিতে তিনি ১১১টি টেস্টে, ২৭৫টি ওডিআইতে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিং কোহলি টেস্ট, ওডিআই এবং টি-২০ ফর্ম্যাটে যথাক্রমে করেছেন ৮৬৭৬, ১২৮৯৮ ও ৪০০৮ রান করেছেন। দেশের হয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট ৪টি করে উইকেটও নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি শতরান ও অর্ধশতরান —

টেস্টে বিরাট ১১১টি ম্যাচে ২৯টি শতরান এবং ২৯টি অর্ধশতরান করেছেন। ওডিআইতে কোহলির রয়েছে ৪৬টি শতরান এবং ৬৫টি অর্ধশতরান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট করেছেন ১টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফসেঞ্চুরি।

অধিনায়ক হিসেবে বিরাট কোহলি —

ভারতের ক্যাপ্টেন হিসেবে কোহলি করেছেন ১২,৮৮৩ রান। অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি করেছেন বিরাট। ভারত অধিনায়ক থাকাকালীন বিরাট ১৫০-র বেশি রান করেছেন ১১ বার। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন মোট ২৭ বার ম্যাচের সেরা এবং ১২ বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন বিরাট।