তবু বিরাটে মুগ্ধ ইওহান ব্লেক
উসেইন বোল্টের বন্ধু যেমন তিনি, তেমনই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেক ক্রিকেটেরও দারুণ ভক্ত
কিংসটন: ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হারের পরও বিরাট কোহলিতে মুগ্ধতা কমেনি। বরং ম্যাচের পর যে ভাবে হারের ব্যাখ্যা করেছেন, তাতে বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ইওহান ব্লেক। ক্যারিবিয়ান স্পিডস্টার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘বিরাটকে খুব ভালো লাগে, কারণ ও হারলেও কখনও অজুহাত দেয় না। এই কারণে আমি ওর ক্যাপ্টেন্সির ভক্ত। ও নিজেই সমস্ত ব্যর্থতার দায় নিয়ে নেয়।’
This is what test cricket ? is all about. @BCCI @ECB_cricket @SkyCricket @MichaelVaughan @root66 @imVkohli @jimmy9 @RealShubmanGill @RishabhPant17 @cheteshwar1 #testcricket #Cricket #INDvsENG. pic.twitter.com/z6ZpbCQAh6
— Yohan Blake (@YohanBlake) February 9, 2021
উসেইন বোল্টের বন্ধু যেমন তিনি, তেমনই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেক ক্রিকেটেরও দারুণ ভক্ত। ক্রিস গেইলের সঙ্গে গভীর বন্ধুত্ব তাঁর। নিয়মিত ক্রিকেট দেখেনও। একটা সময় আইপিএলে খেলার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি। ব্লেক যে কারণে পছন্দ করেন বিরাট কোহলিকে। ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখার পর ব্লেক বলেছেন, ‘বিরাট বলেছে, বোলাররা ঠিকঠাক জায়গায় বল রাখতে পারেনি। আর ব্যাটসম্যানরা একেবারে ধারাবাহিকতা দেখাতে পারেনি। ও বলেছে, ওকে আবার ড্রয়িং বোর্ডে ফিরতে হবে, যাতে আবার ফিরে আসতে পারে সিরিজে। এই কারণেই ক্যাপ্টেন বিরোটকো আমি পছন্দ করি।’
আরও পড়ুন:২০ ফেব্রুয়ারি থেকে শুরু বিজয় হাজারে ট্রফি
সিরিজের প্রথম টেস্টে হারের পর ভারত কী ভাবে ম্যাচে ফেরে, সেটা দেখার জন্য মুখিয়ে আছেন ব্লেক। তাঁর কথায়, ‘টেস্ট ক্রিকেট যে সেরা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দ্বিতীয় টেস্ট আরও উত্তেজক হতে চলেছে। ভারত কিন্তু অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে হেরে গিয়েছিল। ০-১ থেকে সিরিজটা জিতেছিল। ভারত এখন খেলছে নিজেদের ঘরের মাঠে। আমি কিন্তু দ্বিতীয় টেস্ট দেখার জন্য মুখিয়ে আছি।’ বিশ্বের অন্যতম সেরা স্পিডস্টার কিন্তু শুভমন গিল ও ঋষভ পন্থেও মুগ্ধ। ব্লেক বলেছেন, ‘শুভমন দারুণ ব্যাটসম্যান। পন্থও অসাধারণ ক্রিকেটার। হয়তো ও প্রতি ইনিংসেই নিজেকে মেলে ধরতে পারে না, কিন্তু ও ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। আমি টেস্ট ক্রিকেট এই কারণেই ভালোবাসি। পূজারা অস্ট্রেলিয়াতে যে ভাবে লড়াই করেছে, টেস্ট ছাড়া আর কোথায় দেখা যাবে!’