INDIA TOUR OF ENGLAND: লেস্টারে হেড কোচ, পেপ টক দিলেন কোহলি
বিরাট কোহলিও নেতৃত্ব ছেড়েছেন। তাঁর অর্ধসমাপ্ত কাজ সম্পূর্ণ করার ভার রোহিত শর্মার কাঁধে।

লেস্টার : এখন আর অধিনায়ক নন। বিরাট কোহলি (Virat Kohli) দলের অন্যতম সদস্য। তবুও যেন সতীর্থদের কাছে নেতা রয়ে গিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ শেষেই ইংল্যান্ডের (England) উদ্দেশে রওনা হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। লন্ডন থেকে এদিন লেস্টারে দলের সঙ্গে যোগ দিলেন রাহুল দ্রাবিড়। অনুশীলন শুরুর আগে সকলের সঙ্গে কথা বলেন। তবে টিম হাডলে পেপ টক দিলেন বিরাট কোহলি। ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। তার আগে লেস্টারশায়ারের (Leicestershire) বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। লেস্টারশায়ারের তরফেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দলের সদস্যদের পেপ টক দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
Game mode = ????????? ?@imVkohli gives a ?????????? team talk ahead of a busy day of preparations before @BCCI‘s Tour Match ? @leicsccc.
? #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/zDxP53Slxd
— Leicestershire Foxes ? (@leicsccc) June 21, 2022
সিরিজ একটাই। তবু সব কিছু বদলে গিয়েছে। গত ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ভারতীয় দলের। এরপরই টি ২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা। সিরিজের শেষ টেস্টের আগেই ভারতীয় শিবিরে কোভিড আতঙ্ক। তৎকালীন হেড কোচ রবি শাস্ত্রী সহ দলের সাপোর্ট স্টাফের কোভিড ধরা পড়ে। দুই বোর্ড মিলিতভাবে টেস্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তখনই ঠিক হয়েছিল পরবর্তী সফরে সাদা বলের সিরিজের পাশাপাশি বাকি থাকা একটি টেস্ট খেলা হবে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে ২-১ এ এগিয়ে। একই সিরিজের অংশ হলেও মাঝে অনেক কিছুই বদলে গিয়েছে। হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণরা প্রাক্তন।
বিরাট কোহলিও নেতৃত্ব ছেড়েছেন। তাঁর অর্ধসমাপ্ত কাজ সম্পূর্ণ করার ভার রোহিত শর্মার কাঁধে। তিন ফরম্যাটেই অধিনায়ক রোহিত। লাল বলের ক্রিকেটের সঙ্গে বড় গ্যাপ পড়েছে ভারতীয় দলের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। রোহিতের নেতৃত্বে সেটিই ছিল প্রথম টেস্ট সিরিজ৷ আইপিএল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ মিলিয়ে প্রায় তিন মাস পর লাল বলে খেলবেন কোহলিরা। অনুশীলনের প্রথম দিন মূলত গা ঘামিয়েছিল ভারতীয় দল। কিছুটা সময় কেটেছে নেটে। ফিজিওর পরামর্শ মেনেই দীর্ঘ বিরতির পর শুরুতেই ভারী ট্রেনিং এড়িয়ে যাওয়া হয়। দ্বিতীয় দিন অবশ্য বাড়তি তাগিদ নিয়ে প্রস্তুতি সাড়লেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত-বিরাট বিশেষ জোর দিলেন স্লিপ ক্যাচিংয়ে।
⛔️?? ??????? ??????? ????⛔️@imVkohli & @ImRo45 = Safe hands ?
Catch @BCCI in action this Thursday at the UCG! ?
— Leicestershire Foxes ? (@leicsccc) June 21, 2022





