Virat Kohli: বার্বাডোজ, দিল্লি, মুম্বই হয়ে আবার লন্ডন, বিরাট কোহলি যেন হিউয়েন সাং!

ICC MEN’S T20 WC 2024: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। প্রথম দু-ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। সে সময় অনুষ্কা গর্ভবতী। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিরাট। প্রাথমিক ভাবে দু-ম্যাচের জন্য সরলেও পুরো সিরিজেই পাওয়া যায়নি। 

Virat Kohli: বার্বাডোজ, দিল্লি, মুম্বই হয়ে আবার লন্ডন, বিরাট কোহলি যেন হিউয়েন সাং!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 05, 2024 | 3:39 PM

কতখানি পথ হাঁটলে তবে পথিক হওয়া যায়? স্রেফ ১৬ ঘণ্টা লেগেছিল বার্বাডোজ থেকে রাজধানীতে পৌঁছতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে ঘণ্টাখানেকের মধ্যে দিল্লি থেকে আবার উড়ে যেতে হয়েছিল মুম্বই। ট্রফি সেলিব্রেশন সেরে যখন সবাই ক্লান্ত, তখনও তাঁর যাত্রা শেষ হয়নি। মুম্বই থেকেই আবার রাতের লন্ডনগামী বিমান ধরেছেন বিরাট কোহলি। পুরো চব্বিশ ঘণ্টা দুটো মহাদেশ পার করে আবার ইউরোপে পৌঁছেছেন। এই না হলে বিরাট কোহলি! পরিবার বরাবর প্রাধান্য পেয়েছে তাঁর কাছে। স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই ছেলে-মেয়ে এখন লন্ডনে। বার্বাডোজ, দিল্লি, মুম্বই হয়ে লন্ডনে গেলেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তাঁকেই তো দেওয়া যায় বিশ্বপথিক তকমা।

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। প্রথম দু-ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। সে সময় অনুষ্কা গর্ভবতী। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিরাট। প্রাথমিক ভাবে দু-ম্যাচের জন্য সরলেও পুরো সিরিজেই পাওয়া যায়নি তাঁকে। দুটো মাস স্ত্রী, কন্যা ও সদ্যোজাত পুত্র সন্তানের সঙ্গে লন্ডনের বাড়িতে ছিলেন বিরাট। আইপিএল খেলেই পাড়ি দেন মার্কিন মুলুকে। এতদিন ভিডিয়ো কলই ভরসা ছিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়ও দেখা গিয়েছে ম্যাচের পর ভিডিয়ো কলে স্ত্রী, সন্তানদের সঙ্গে কথা বলছেন বিরাট কোহলি। সন্তানের খুশি করতে নানা অঙ্গভঙ্গি করছেন। প্রাউড ফাদার যেমন বিশ্বকাপে দেশের দায়িত্ব ভোলেননি, তেমনই পরিবারেরও। চ্যাম্পিয়ন হয়েও ভিডিয়ো কলে কথা বলেন। দেশের সকলেই বিরাটের পরিবার। এক পরিবারের দায়িত্ব সামলে এ বার লন্ডনে বিরাট। সামনে দীর্ঘ ছুটি। এই সময়টা স্ত্রী সন্তানদের সঙ্গেই কাটাতে চান অক্লান্ত বিরাট কোহলি।