Fans recreates SKY Catch: মেরিন ড্রাইভে স্কাই ক্যাচ নকল ‘আমচি মুম্বইয়ের’, বেশিরভাগই ব্যর্থ
ICC MEN’S T20 WC 2024: বৃহস্পতিবার সাত সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন দল। এরপর থেকে ফুরসৎ নেই। নয়াদিল্লিতে ফিরে কিছুক্ষণের জন্য টিম হোটলে। সেখানে কেক কেটে সেলিব্রেশন হয়। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় ভারতীয় দল। সুন্দর একটা সকাল কাটিয়েই মুম্বই পাড়ি দেয় টিম। সেখানে ওয়াংখেড়েতে সেলিব্রেশন, বাস প্যারেড সহ নানা অনুষ্ঠান। পুরো মুম্বই শহর সেলিব্রেশনে মেতেছিল।
মনে হচ্ছিল বিশ্বকাপ ট্রফিটাই উড়ে যাচ্ছে। বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ প্রসঙ্গে এমনই বলেছিলেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট দিয়েছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা যে ভাবে খেলছিল, তাতে প্রোটিয়াদের ইতিহাস গড়ারও সুযোগ ছিল। কিন্তু স্লগ ওভারে হার্দিক, বুমরা, অর্শদীপের বোলিং রাশ টানে। শেষ ওভারে মাত্র ১৬ রানের পুঁজি ছিল হার্দিক এবং ভারতের হাতে। সেখান থেকে ৭ রানের জয়। হার্দিকের বোলিংয়ে বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচে মিলারকে ফেরান সূর্য। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ। এ বার সমর্থকরাও চেষ্টা করলেন ওই ক্যাচের পুনরাবৃত্তির। বেশির ভাগই অবশ্য় পারলেন না।
বৃহস্পতিবার সাত সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন দল। এরপর থেকে ফুরসৎ নেই। নয়াদিল্লিতে ফিরে কিছুক্ষণের জন্য টিম হোটলে। সেখানে কেক কেটে সেলিব্রেশন হয়। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় ভারতীয় দল। সুন্দর একটা সকাল কাটিয়েই মুম্বই পাড়ি দেয় টিম। সেখানে ওয়াংখেড়েতে সেলিব্রেশন, বাস প্যারেড সহ নানা অনুষ্ঠান। পুরো মুম্বই শহর সেলিব্রেশনে মেতেছিল। আর সেখানেই সূর্যকুমার যাদবের ক্যাচ ট্রাই করলেন সমর্থকরা।
স্টার স্পোর্টসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। মেরিন ড্রাইভের রাস্তাতেই একটি বাউন্ডারি লাইন টানা হয়েছে। সমর্থকদের অনেকেই স্কাইয়ের সেই ক্যাচ নেওয়ার চেষ্টা করলেন। যাঁরা সফল হলেন, তাঁদের জন্য বাকিরা হাততালিতে ভরিয়ে দিলেন। যাঁরা পারলেন না, তাঁদের জন্য আপশোসের শব্দ। দুর্দান্ত, মজার একটা মুহূর্ত। সমর্থকরা যে দেশের গর্বে মন থেকে সামিল হয়েছেন, এটা যেন তারই উদাহরণ।
A catch that will be etched into the history books for sure! 😍
Tell us if you also tried to recreate this iconic catch by @surya_14kumar with your friends 👇🏽
📹 #SauravHaldar#T20WorldCup #TeamIndia #WelcomeWorldChampions pic.twitter.com/hq1mMfMtDm
— Star Sports (@StarSportsIndia) July 4, 2024