Virat Kohli: একফ্রেমে দুই কিংবদন্তি! স্যার গ্যারি সোবার্সের সঙ্গে হঠাৎ দেখা বিরাট কোহলির
Watch Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের সঙ্গে দেখা হয়েছে বিরাট কোহলির।
বার্বাডোজ: ক্যারিবিয়ান সিরিজের জন্য টিম ইন্ডিয়ার (Team India) প্রস্তুতি এখন তুঙ্গে। বার্বাডোজে অনুশীলনে ব্যস্ত বিরাট কোহলি, রোহিত শর্মারা। ১২ জুলাই ডমিনিকায় টেস্ট সিরিজ দিয়ে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে। এরই ফাঁকে ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের (Sir Garfield Sobers) সঙ্গে দেখা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় আজ বুধবার, সকাল থেকে সেই ভিডিয়ো ভাইরাল। আপনারা সেই ভিডিয়োটি কি দেখেছেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলির দিকে এ বারের ক্যারিবিয়ান সফরে বিশেষ নজর থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাটের ব্যাটে চমক দেখা যায়নি। এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্বলে ওঠার পালা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জোরকদমে অনুশীলন করছেন বিরাট। বার্বাডোজে অনুশীলনের পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের সঙ্গে দেখা হয়েছে কোহলির। ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্ট টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে সস্ত্রীক সোবার্সের সঙ্গে কথা বলেন কোহলি। মিসেস সোবার্স এবং স্যার গ্যারি সোবার্সের সঙ্গে ছবিও তোলেন বিরাট।
Virat Kohli enquiring with Sir Garfield Sobers if he can switch allegiance from India to West Indies.
Looks like he wants to win an international trophy again before he retires. pic.twitter.com/uIIyDihAPE
— Caribbean Cricket Podcast (@CaribCricket) July 4, 2023
বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে গ্যারি সোবার্স প্যাভিলিয়নের সামনে রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শুভমন গিলদের সঙ্গে দেখা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় একে একে স্যার গ্যারি সোবার্সের সঙ্গে শার্দূল ঠাকুর, শুভমন গিলদের পরিচয় করিয়ে দেন। সেই ভিডিয়োতে নজর কেড়েছ একটি দৃশ্য। রাহুল দ্রাবিড় যখন ভারতের গিলের সঙ্গে সোবার্সের পরিচয় করাচ্ছিলেন, তখন তিনি বলেন, ‘শুভমন গিল, আমাদের দলের তরুণ প্রতিভা।’ এরপর টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা রবিচন্দ্রন অশ্বিনও দেখা করেন সোবার্স দম্পতির সঙ্গে।
In Barbados & in the company of greatness! ? ?#TeamIndia meet one of the greatest of the game – Sir Garfield Sobers ? ?#WIvIND pic.twitter.com/f2u1sbtRmP
— BCCI (@BCCI) July 5, 2023