India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেঞ্চুরি করলেই এই রেকর্ড ভাঙবেন বিরাট
Virat Kohli: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামার আগে কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।
আমেদাবাদ: রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত (India vs West Indies) হাজারতম একদিনের ম্যাচ খেলতে নামবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামার আগে কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন পর কারও অধীনে খেলতে চলেছেন ভিকে। এবং এই প্রথম বার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলবেন বিরাট। দুই বছরেরও বেশি সময় ধরে কোহলির ব্যাটে সেঞ্চুরির খরা চলছে। তবে তিনি যে ফর্মে নেই তা বলা যাবে না। রবিবার আমেদাবাদে তিন অঙ্কের রান করতে পারলেই বিরাট কোহলি তৈরি করবেন এক রেকর্ড। তাঁর সামনে সুযোগ রয়েছে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে যাওয়ার।
বিরাট ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে-তে ৯টি সেঞ্চুরি করেছেন। কোহলি ছাড়া এই রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের ৯টি ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি দলের বিরুদ্ধে, ওয়ান ডে ক্রিকেটে একজন ব্যাটার হিসেবে ১০টি সেঞ্চুরি করার রেকর্ড গড়তে পারেন বিরাট। ছাপিয়ে যেতে পারেন সচিনকে।
পাশাপাশি দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ রান করা থেকে মাত্র ৬ রান দূরে রয়েছেন কোহলি। সচিন তেন্ডুলকর একমাত্র ব্যাটার, যিনি ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ এর বেশি রান করেছেন। ১২১তম ইনিংসে পাঁচ হাজার আন্তর্জাতিক ওয়ান ডে রান পূর্ণ করেছিলেন সচিন। তবে কোহলি যদি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ৬ রান করতে পারেন, তাহলেই ৯৬তম ইনিংসে এই রেকর্ড গড়ে ফেলবেন তিনি। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন ভিকে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: India vs West Indies: বিরাট যেখানে নিয়ে গিয়েছে টিমকে, সেখান থেকে শুরু করব: রোহিত
আরও পড়ুন: ICC U19 World Cup 2022: ৫ বার বিশ্বসেরা হওয়ার হাতছানি ভারতের সামনে