Virat Kohli: টেস্ট ক্রিকেটের ‘শিশু’র শিকার কোহলি! এমন ‘খারাপ’ আউটও হওয়া যায়?
টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে পর পর সেঞ্চুরি করে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন। কিন্তু স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁর দুর্বলতা যেন কাটছেই না।
নাগপুর: স্পিন বোলিংয়ে বিরুদ্ধে পর্যদুস্ত হওয়ার ধারা অব্যাহত বিরাট কোহলির (Virat Kohli)। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে লাঞ্চের পরেই টড মার্ফির (Todd Murphy) প্রথম বলে ড্রেসিংরুমে ফিরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তারপরই বিরাটকে নিয়ে আবার শুরু হয়ে গিয়েছে সমালোচনা। মাঝে টানা তিন বছর সেঞ্চুরি পাননি তিনি। সেই খরা কাটিয়ে আবার রানে ফিরেছেন। টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে পর পর সেঞ্চুরি করে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন। কিন্তু স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁর দুর্বলতা যেন কাটছেই না। টেস্ট ক্রিকেটে সদ্য পা দেওয়া এক স্পিনারকেই উপহার দিলেন উইকেট। বিস্তারিত TV9 Bangla-য়।
অভিষেক ম্যাচে এক কথায় অনবদ্য মার্ফি। মাত্র ২২বছর বয়সে জীবনের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই ৫টি উইকেট নিজের ঝুলিতে পুরলেন তিনি। কার্যত একটি ‘খারাপ’ বলে কোহলির মতো দামি উইকেট নিয়ে নিজেকে হয়তো ‘লাকি’ মনে করবেন মার্ফি। লেগ স্টাম্পে বল পড়ে সামান্য স্পিন হওয়া বলে ফ্লিক করতে গিয়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে বসেন কোহলি। এইভাবে আউট হওয়াকে ধারাভাষ্যকার দীনেশ কার্তিক দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।
কার্তিক বলেছেন, “আউট হওয়ার অনেক উপায় আছে, তবে এটা হয়তো সবচেয়ে বাজে একটা আউট। বিরাট যে ওর স্বাভাবিক ব্যাটিংটাই করছিল। একের পর এক ফ্লিক শট খেলছিল। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় ওই বলটি ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছে। খুব ভালো ক্যাচ নিয়েছে অ্যালেক্স ক্যারি।”
২৬ বলে মাত্র ১২ রান করে মাথা নিচু করে মাঠ ছাড়েন ভারতের এই তারকা ব্যটার। টড মার্ফির সুবাদে অস্ট্রেলিয়া আবার এই টেস্টে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ পেয়েছে। ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের মধ্যে চারজনকে প্যাভিলিয়নে ফেরান টড মার্ফি। অন্য দিকে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা এখনও অবধি দুই দলের মধ্যে সেরা ব্যাটিং করেছেন। রোহিত ও অশ্বিনের দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ৪০ রান যোগ করেন। পরে অবশ্য ৬২ বলে ২৩ রান করে এলবিডাব্লিউ আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন। অস্ট্রেলিয়ার আর এক স্পিনার নাথন লিয়ঁ অবশ্য এখনও সে রকম চাপে ফেলতে পারেননি ভারতীয় ব্যাটারদের। যদিও তরুণ মার্ফি অস্ট্রেলিয়াকে ম্যাচে খানিকটা হলেও ফিরিয়েছেন। জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমেই ২২ বছরের এক ছেলের এমন পারফরম্যান্স দেখে হইচই পড়ে গিয়েছে।