Team India: ভারতেীয় ড্রেসিংরুমে বিষাদের সুর, তার মাঝেই ঘোষণা হল সেরা ফিল্ডারের নাম
Virat Kohli: ভারত ম্য়াচ জিতলেই সবার নজর ভারতীয় ড্রেসিংরুমে। একের পর এক অভিনব চমকের সঙ্গে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিয়েছে বিসিসিআই। তবে শেষ দিন আর তেমন কোনও চমক নেই। ভারতীয় ড্রেসিংরুমে যেন বিষাদের সুর। চারিদিকে যেন অদ্ভুদ একটা নীরবতা। ঠিক যেমন দশমীর পর পাড়ার মণ্ডপের শূন্যতার ছবিটা। হাসি মুখ গুলো কেমন যেন ফ্যাকাসে। কোনও উচ্ছ্বাস নেই, আনন্দ নেই আছে শুধু একরাশ আক্ষেপ। এ সবের মাঝেই নিজের দায়িত্ব পালন করলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। ঘোষণা করলেন ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডারের নাম।
আমেদাবাদ: রাতারাতি যেন বদলে গেল ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ। এই তো সেদিনের কথা। ম্যাচের পর সকলের চোখ থাকত ভারতীয় ড্রেসিংরুমে। কার হাতে উঠল সেরা ফিল্ডারের পদক তা দেখার জন্য মুখিয়ে থাকত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেরা ফিল্ডারের পদক হাতে উঠলেই আনন্দ উচ্ছ্বাসে মাততেন বিরাট (Virat Kohli)-রোহিতরা (Rohit Sharma)। তবে কাল সেই ড্রেসিংরুমে বিষাদের সুর। নিয়ম মেনে সেরা ফিল্ডার বাছা হল কিন্তু সেই আনন্দ-উচ্ছ্বাস ধরা পড়ল না। কার হাতে উঠল সেরা ফিল্ডারের পদক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবদনে।
ভারত ম্য়াচ জিতলেই সবার নজর ভারতীয় ড্রেসিংরুমে। একের পর এক অভিনব চমকের সঙ্গে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিয়েছে বিসিসিআই। তবে শেষ দিন আর তেমন কোনও চমক নেই। ভারতীয় ড্রেসিংরুমে যেন বিষাদের সুর। চারিদিকে যেন অদ্ভুদ একটা নীরবতা। ঠিক যেমন দশমীর পর পাড়ার মণ্ডপের শূন্যতার ছবিটা। হাসি মুখ গুলো কেমন যেন ফ্যাকাসে। কোনও উচ্ছ্বাস নেই, আনন্দ নেই আছে শুধু একরাশ আক্ষেপ। এ সবের মাঝেই নিজের দায়িত্ব পালন করলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। ঘোষণা করলেন ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডারের নাম। পুরস্কার পেলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেও এই পুরস্কার পেয়েছিলেন কোহলি। শেষেও পেলেন। কিন্তু এ ভাবে তো শেষ করতে চাননি কিং। চেয়েছিলেন শেষটা হোক রাজার মতোই। কিন্তু হল না। খানিক সান্ত্বনা দিয়ে বিরাটের গলায় পদকটি পরিয়ে দিলেন তাঁর ফিল্ডিং কোচ। সতীর্থদের মুখে তখন সৌজন্য়ের হাসি। এক বুকে চাপা হতাশা। এ বার শুধুই অপেক্ষা। আবার হয়তো প্রাণ ফিরে পাবে ভারতের ড্রেসিং রুম, সেই আশাই ক্রিকেটপ্রেমীদের।