Shubman Gill : ‘গ্লোরিয়াস গিল’-এর প্রশংসায় সেওয়াগ-যুবরাজ-রায়নারা
IPL 2023: স্বপ্নের আইপিএল মরসুম কাটাচ্ছেন গুজরাট টাইটান্সের তারকা ওপেনার শুভমন গিল। এ বারের আইপিএলে তাঁর শেষ ৪টি ইনিংসের মধ্যে রয়েছে ৩টি শতরান। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর থেকে গিল শুভেচ্ছাবার্তায় ভাসছেন।
কলকাতা : ‘গ্লোরিয়াস গিল’, ‘প্রিন্স অব ক্রিকেট’… আরও কত কিনা বলা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill)। আমেদাবাদে শুক্রবার এ বারের আইপিএলের (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ারে কার্যত গিলের ব্যাটে তাণ্ডব দেখা গিয়েছে। একাধিক রেকর্ড গড়ে ম্যাচের সেরা হয়েছেন গিল। চলতি মরসুমের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন গিল। বিরাট কোহলির পর এক মরসুমে ৮০০-র বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হয়েছেন শুভমন। স্বাভাবিকভাবেই শুভমনের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। প্রাক্তন ক্রিকেটাররাও শুভমনের এই দুরন্ত ইনিংসের বাহবা দিচ্ছেন। এই নিয়ে টানা তৃতীয়বার আইপিএল ফাইনালে (IPL Final) খেলতে চলেছেন গিল। তিনি যে কারণে নিজেও আপ্লুত। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চোখধাঁধানো সেঞ্চুরির পর পঞ্জাব তনয়ের প্রশংসায় কী কী বললেন বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, এবিডিরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মুম্বইের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমনের শতরান দেখে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের টুইট, ‘ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স শুভমন গিলের আরও একটা দারুণ ইনিংস।’
Another great innings by the new prince of Indian cricket !! @ShubmanGill ? GTvsmi #IPL2O23
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 26, 2023
ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ টুইটারে গিলের উদ্দেশে লেখেন, ‘কী দারুণ ক্রিকেটার। গত ৪ ম্যাচের ৩টিতে শতরান। সঙ্গে কিছু শ্বাসরুদ্ধ করা শট। ও আশ্চর্য ধারাবাহিকতা দেখাচ্ছে। ওর রানের খিদে কমছে না। যেমনটা বড় প্লেয়ারদের সঙ্গে হয়। পার্পল প্যাচ ধরে রাখো।’
What a player. 3rd hundred in 4 matches and some breathtaking shots. Amazing consistency and hunger, the kind of stuff big players do, cash in on the purple patch #ShubhmanGill pic.twitter.com/nUjXoLRKaA
— Virender Sehwag (@virendersehwag) May 26, 2023
ভারতের প্রাক্তন ক্রিকেটার, যিনি মিস্টার আইপিএল নামেও পরিচিত সেই সুরেশ রায়নাও প্রশংসায় ভরিয়েছেন গিলকে। তাঁর টুইট, ‘তরুণ মায়েস্ত্রো শুভমন গিলের আরও একটা দারুণ শতরান। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। এগোতে থাকো, চ্যাম্প!’
Another brilliant century by the young maestro @ShubmanGill ! ? The future of Indian cricket shining bright. Keep rocking, champ! ??#MIvGT #IPL2023
— Suresh Raina?? (@ImRaina) May 26, 2023
ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল আবার শুভমন গিলকে ট্যাগ করে তাঁর একটি ছবি দিয়ে টুইট করেছেন, ‘ক্লাস’। সঙ্গে ২টি ইমোজি।
Class ??? @ShubmanGill pic.twitter.com/ERvzCVTFHH
— Yuzvendra Chahal (@yuzi_chahal) May 26, 2023
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের টুইট, ‘শুভমন গিল! দারুণ। ওকে নিয়ে বলার জন্য কোনও শব্দ পাচ্ছি না।’ এবিডি আরও একটি টুইটে লেখেন, ‘ওর মধ্যে মুহূর্তগুলিকে চিহ্নিত করার এবং ত্বরান্বিত করার ক্ষমতা রয়েছে। সামঞ্জস্যের সঙ্গে ও নিজের একটা ক্লাস ধরে রাখে। এ ছাড়াও মনে রাখবেন, ওর বেশিরভাগ নজরকাড়া ইনিংস আমেদাবাদে পাওয়া গিয়েছে। এটা একটা বড় মাঠ। আর তাতে শুভমন ভালো পারফর্ম করেছে।’
His ability to identify moments and accelerate, with consistency, puts him in a class of his own. Also keep in mind, most of his games have been at Ahmedabad, one of the bigger grounds around. Well played Shubman?
— AB de Villiers (@ABdeVilliers17) May 26, 2023