বিবেককে পেতে ঝাঁপাল বিরাটের আরসিবি

মুস্তাক আলি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে হাফসেঞ্চুরি এবং ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরান করেন বিবেক সিং।

বিবেককে পেতে ঝাঁপাল বিরাটের আরসিবি
কোহলির দলের ব়্যাডারে বাংলার বিবেক সিং। ছবি-সিএবি,টুইটার।
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 6:41 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

কলকাতা : মুস্তাক আলির দুটো ইনিংসই বোধহয় পাল্টে দিতে চলেছে বাংলার বিবেক সিংয়ের। প্রথম ম্যাচে ছিল হাফ সেঞ্চুরি। আর পরেরটাতে আবার ৬৮ বলে সেঞ্চুরি। এমন পারফরম্যান্স যাঁর, সেই বাঁ হাতি বিবেককে নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে বিরাট কোহলির টিম। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তা হলে আগামী আইপিএলে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে বিবেককে। বাংলার আর ক্রিকেটার আকাশদীপ সিংও রয়েছেন আরসিবির ব়্যাডারে।

মুস্তাক আলি ট্রফি থেকে ক্রিকেটার তোলার জন্য আইপিএলের সব টিমই পাঠিয়েছে তাদের কোচেদের। কলকাতায় চুপিসাড়ে পা দিয়েছেন পার্থিব প্যাটেল। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। পার্থিবকে তাই নয়া দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই স্কাউটিংয়ের দায়িত্বে দিয়েছে পার্থিবকে। ইডেনে বসে বাংলার দুটো ম্যাচ দেখেছেন তিনি। মঙ্গলবার বাংলার ম্যাচ দেখার পর তাঁর নোটবুকেও হয়তো ঢুকে পড়েছে বিবেক সিংয়ের নাম কেউ কেউ।

মুস্তাক আলি টি-টোয়েন্টিতে প্রথম দুটি ম্যাচেই দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন বিবেক। বাংলার বাঁ-হাতি ব্যাটসম্যানকে মনে ধরেছে বিরাট কোহলির দলের ম্যানেজমেন্টের। ওড়িশার বিরুদ্ধে হাফসেঞ্চুরি এবং ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরান করেছেন বিবেক। দু’টি ম্যাচে তরুণ ওপেনারের ঝোড়ো ব্যাটিং দেখে তাঁর ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছে আরসিবি।

আগ্রাসী ব্যাটিংই করেন বিবেক। অনেক লম্বা শট নিতে পারেন বাংলার এই প্রতিভাবান ব্যাটসম্যান। শুধু তাই নয়, ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ ফিল্ডিংও করেন তিনি। প্রয়োজনে উইকেটকিপিং, বোলিংও করতে পারেন বিবেক। তাঁর এই মাল্টি টাস্কিং স্কিলই মনে ধরেছে আরসিবি থিঙ্ক ট্যাঙ্কের। তাই আসন্ন আইপিএলে কোহলির টিমে বিবেককে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন:‘স্যাণ্ডপেপার গেট’ কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে স্মিথ: লি

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্রিকেটারদের কাছে কার্যত আইপিএলের প্রবেশ মঞ্চ। এখানে পারফর্ম করলে তবেই দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগের রাস্তা খোলে। দেশীয় ক্রিকেটারদের স্কাউট করতে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো এই টুর্নামেন্টকে পাখির চোখ করেন। আরসিবির প্লেয়ার্স স্কাউটিংয়ের দায়িত্বে থাকা কোচেরা এই মুহূর্তে শহরে। বাংলার দু’টি ম্যাচ দেখার পর বিবেককে নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন তাঁরা।