Asia Cup 2023: চার নম্বর নিয়ে রোহিত, ‘আমরা পাগলামি করি না’

ঘরের মাঠে বিশ্বকাপের আগে প্রশ্ন অনেক। সে সব কি মেলাতে পারবেন রোহিত শর্মা? এশিয়া কাপের টিম ঘোষণার পর ভারতের ক্যাপ্টেন কী বললেন?

Asia Cup 2023: চার নম্বর নিয়ে রোহিত, 'আমরা পাগলামি করি না'
চার নম্বর নিয়ে রোহিত, 'আমরা পাগলামী করি না'Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 4:23 PM

কলকাতা: চার নম্বরে কে? বিশ্বকাপের আগে ভারতীয় টিমে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। সোমবার দিল্লিতে এশিয়া কাপের (Asia Cup 2023) দল ঘোষণা করার সময়ও ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে এই প্রশ্নের মুখেই পড়তে হল। এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করা হল। ব্যাকআপ কিপার সঞ্জু স্যামসন। ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের (World Cup 2023) দল ঘোষণা করা হবে। অর্থাৎ, এশিয়া কাপের পারফরম্যান্স কাটাছেঁড়া করার খুব বেশি সুযোগ মিলবে না। সে দিক থেকে বলা যেতে পারে, যে টিম এশিয়া কাপের জন্য ঘোষণা করা হল, বিশ্বকাপের টিম তার থেকেই বেছে নেওয়া হবে। যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনদের দেশের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ এবং সম্ভাবনা খুব বেশি নেই। যদি না বিরাট কোনও বদল হয়। এশিয়া কাপের টিম ঘোষণার পর কী বললেন ক্যাপ্টেন রোহিত শর্মা? বিস্তারিত TV9Bangla Sports তুলে ধরল।

৪ নম্বর নিয়ে ৪ নম্বর নিয়ে আলাদা করে ভাবছি না। আমাদের হাতে প্লেয়ার আছে, চার নম্বরে যারা ব্যাট করতে পারে। কিন্তু চোটের কারণে তাদের পাওয়া যায়নি। টপ থ্রি-র পর বাকিরা নামবে। যার উপর যে দায়িত্ব থাকবে, সে সেই কাজ সারবে। আমরা কিছু দিন ধরে অনেক পরীক্ষা করেছি। ওয়েস্ট ইন্ডিজ সফরে অক্ষরকে চার নম্বরে খেলানো হয়েছে বাঁ হাতি হিসেবে। বিশ্বকাপের আগে হাতে ৯টা ম্যাচ রয়েছে। আশা করি আমরা কম্বিনেশন ঠিক করে নিতে পারব।

অলরাউন্ডার নিয়ে ২০১১ সালে টিমের অনেকে ব্যাট আর বল দুইই করতে পারত। হাতে যেমন প্লেয়ার থাকে, সেই মতো ভাবতে হয়, এগোতে হয়। কাউকে হঠাৎ করে বোলার কিংবা ব্যাটার করা যায় না। আশা করি বিশ্বকাপে রোহিত আর বিরাট কয়েক ওভার বল করবে!

এশিয়া কাপে কে ফেভারিট ফেভারিট কিংবা আন্ডারডগ, এই তত্ত্বে বিশ্বাস করি না। খেলতে হবে, সেরাটা দিতে হবে। টুর্নামেন্ট জিততে হবে। খেলায় আন্ডারডগ, ফেভারিট বলে কিছু হয় না। চেনা পরিবেশে খেললে খানিকটা সুবিধা পাওয়া যায়, এর বাইরে আর কিছু হয় না। সবাই কিন্তু এখন ভারতের পরিবেশ খুব ভালো করে জানে। এশিয়া কাপ আমাদের কাছে পরীক্ষার ভালো সুযোগ। বিশ্বকাপের আগে টিম হিসেবে নিজেদের দেখে নিতে পারব।

টিমের জন্য নির্দেশ টিমের প্রয়োজনে, যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। সবাইকে সেই মতো তৈরি রাখা হয়। রাতে একটা জিনিস বলে পরদিন সকালে সেটা বদলে দেওয়া হয় না। কেউ যদি একটা নির্দিষ্ট জায়গায় ব্যাট করে, তা হলে প্রতিবন্ধকতা তৈরি হয়। সবাইকে বলে রাখা হয়, তোমাকে টিমের প্রয়োজনে যে কোনও জায়গায় খেলতে হতে পারে। তার মানে এই নয় যে, ওপেনারকে সাত নম্বরে পাঠিয়ে দেওয়া হল, হার্দিককে দিয়ে ওপেন করানো হল। ব্যাপারটা কিন্তু তেমন নয়। রোহিত-শিখর আট বছর ওপেন করেছে। বিরাট তিনেই খেলে। এমন পাগলামি আমরা করি না। একটা টিমে ফ্লেক্সিবিলিটি দরকার পড়ে। কেউ হয়তো চার নম্বরে খেলে, তাকে পাঁচে পাঠানো হয়। পরিস্থিতি অনুযায়ী অনেক সময় এগুলো ঠিক হয়।

হার্দিককে নিয়ে ওর ভূমিকায় কোনও বদল হবে না। যা করে আসছে টিমের জন্য দীর্ঘদিন ধরে, তাই করবে। প্রয়োজনের সময় ব্যাট করবে। টিমের দরকারে বল করবে। ওর জন্য টিমের ভারসাম্য বাড়বে।

স্পিনারদের নিয়ে ভাবনা অক্ষর ব্যাট হাতে চমৎকার পারফর্ম করেছে। সাদা বলের ক্রিকেট, বিশেষ করে আইপিএলে ও ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে হয়তো তেমন কিছু করতে পারেনি, কিন্তু বাঁ হাতি হিসেবে ওকে ভাবা হয়েছে। প্রয়োজনে উপরে ব্যাট করতে পাঠানো যেতে পারে। অশ্বিন, ওয়াশিংটনের নাম অফস্পিনার আলোচনা হয়েছিল। কিন্তু রাখা যায়নি। সিমারদের উপর ফোকাস করা হয়েছে। আগামী দুটো মাস সিমারদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকবে। পুরো ফিট টিম যদি ম্য়াচের দিন হাতে পাই, আমার থেকে খুশি আর কেউ হবে না। চোট আঘাত তো থাকেই, থাকবেও।

পাকিস্তানকে নিয়ে  ব্যাঙ্গলোরে ৬-৭ দিনের শিবির আছে। অনেক দিন পর আমরা এমন শিবির করব। টিমের যা যা খামতি আছে, সেটা মিটিয়ে নিতে হবে ওই সময়। কিন্তু এশিয়া কাপে শুধু পাকিস্তান নয়, আরও টিম খেলবে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল। তাই সব টিমের জন্যই তৈরি থাকতে হবে।