Yuzvendra Chahal: এশিয়া কাপে নেই যুজবেন্দ্র, বিশ্বকাপেও কি তাঁর দরজা বন্ধ?
Asia Cup 2023: এ বারের এশিয়া কাপে ভারতীয় শিবিরে দেখা যাবে না 'কুল-চা' জুটির কামাল। কারণ, আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত, তাতে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল।
নয়াদিল্লি: এ বারের এশিয়া কাপে ভারতীয় শিবিরে দেখা যাবে না ‘কুল-চা’ জুটির কামাল। আজ, ২১ অগস্ট আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। ১৭ সদস্যের সেই স্কোয়াডে জায়গা পাননি তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। কুলদীপ যাদব অবশ্য এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। চাহাল যে কোনও বড় টুর্নামেন্ট থেকে এই প্রথম বার বাদ পড়লেন তেমনটা নয়। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না চাহাল। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে দলে থেকেও একটি ম্যাচও তিনি খেলার সুযোগ পাননি। এ বার এশিয়া কাপে নেই তিনি। এশিয়া কাপের পর ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। এশিয়া কাপের টিমে তো ঠাঁই হল না যুজবেন্দ্রর, বিশ্বকাপেও কি তাঁর দরজা বন্ধ? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর আলোচনা চলছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
❌Missed out on T20 World Cup 2021 squad ❌Didn’t get a game in T20 World Cup 2022 ❌Out of Asia Cup 2023 squad
Another blow for Yuzvendra Chahal#yuzichahal #AsiaCup2023 pic.twitter.com/20nGY6UdZH
— Ayush (@Ayush231299) August 21, 2023
এশিয়া কাপে ভারতের যে স্কোয়াড ঘোষণা হয়েছে তাতে বোলিং বিভাগে রয়েছেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা। তা ছাড়াও যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে তাতে নজর দিলে দেখা যাবে এই ৫ জন ছাড়া বল করতে পারেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেলরা। এই কম্বিনেশন বেছে নেওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন, ‘এশিয়া কাপের স্কোয়াডে রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং ওয়াশিংটন সুন্দর নেই মানে ওদের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেল, তেমনটা নয়।’ রোহিত যা-ই বলুন না কেন, এশিয়া কাপে যেহেতু চাহাল-অশ্বিনরা নেই। তাই ক্রিকেট মহলে অনেকেই মনে করছেন বিশ্বকাপেও তাঁদের দেখা যাবে না।
No Yuzvendra Chahal for Asia cup!! 🤯
Feel for him…💔 He always gives his best, performs every time he gets chance ✅ but whenever ICC tournaments is near he always gets dropped! 😞💔#AsiaCup2023 #Chahal #Gill#Sanju #Luna25 #ElvishYadavArmy pic.twitter.com/MIVGJDkeHM
— Pankaj dixit (@pankaj_dixit08) August 21, 2023
ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের এশিয়া কাপে সুযোগ না পাওয়া নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেন, ‘চাহাল নিঃসন্দেহে অসাধারণ ক্রিকেটার। কিন্তু আমাদের একটা ব্যালেন্সড টিম প্রয়োজন। তাই দু’জন রিস্ট স্পিনারকে দলে নেওয়াটা কঠিন।’
Rohit Sharma said, “doors are not closed for anyone including Ravi Ashwin, Chahal and Sundar for the World Cup”. pic.twitter.com/7TXupe7Am7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 21, 2023