IND vs ENG: ভয় পেও না… প্রথম টেস্ট হারের পর কী ঘটেছিল, তুলে ধরলেন ভারতের ভরত!
হায়দরাবাদ টেস্ট জিতে যতই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকুন বেন স্টোকস, জো রুটরা, ভারত পাল্টা মোকাবিলা করার জন্য তৈরি। আগ্রাসী ভারতকে থামানোর পরিকল্পনা তৈরি রোহিত শর্মার টিমের। শুক্রবার শুরু হচ্ছে ইংলিশ টিমের বিরুদ্ধে বাইশ গজে যুদ্ধ। তার আগে কিন্তু ভারতের উইকেটকিপার বলে দিচ্ছেন স্টোকসদের থামানোর থামানোর অঙ্ক।
বিশাখাপত্তনম: চোট-আঘাতে জর্জরিত ভারত কি আশঙ্কায় ভুগছে? না, তা একেবারেই নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে পরিষ্কার করে দিয়েছেন শ্রীকর ভরত (KS Bharat)। হায়দরাবাদ টেস্ট জিতে যতই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকুন বেন স্টোকস, জো রুটরা, ভারত পাল্টা মোকাবিলা করার জন্য তৈরি। আগ্রাসী ভারতকে থামানোর পরিকল্পনা তৈরি রোহিত শর্মার টিমের। শুক্রবার শুরু হচ্ছে ইংলিশ টিমের বিরুদ্ধে বাইশ গজে যুদ্ধ। তার আগে কিন্তু ভারতের উইকেটকিপার বলে দিচ্ছেন স্টোকসদের থামানোর থামানোর অঙ্ক।
ঘরের মাঠে টেস্ট খেলতে নামবেন ভরত। তাঁকে ঘিরে বাড়তি উন্মাদনা থাকবে ভাইজ্যাগের জনতার। তা মেটাতে যেমন চাইবেন, তার থেকেও বেশি চাইবেন টিমের জয়, সিরিজে সমতা। ভরতের কথায়, ‘ওরা দারুণ ক্রিকেট খেলেছে। অলি পোপ দারুণ কিছু শট খেলেছে। টিম মিটিংয়ে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। নিশ্চিত ভাবেই আমরা কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামব। প্রথম ম্য়াচে ওরা যে ভাবে খেলেছে, বিশেষ করে সুইপ, রিভার্স সুইপ যে ভাবে মেরেছে, তার বিরুদ্ধে আমাদের অঙ্ক তো থাকবেই।’
প্রথম টেস্টে ভারতীয় ব্যাটারদের সুইপ কিংবা রিভার্স সুইপ মারতে তেমন দেখা যায়নি। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে নেটে রোহিতদের সুইপের উপর জোর দিতে দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে, বিশাখাপত্তনমের পিচও স্পিন সহায়ক হতে চলেছে। ভরত কিন্তু বলছেন, ‘ভারতের মাটিতে আমরা খেলতে অভ্যস্ত। এমন নয় যে আমরা সুইপ, রিভার্স সুইপ, প্যাডল সুইপ মারতে জানি না। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে এ সব দিকে নজর দিতে হবে। আমাদের কিন্তু খুলে ব্যাট করতে বলা হয়েছে। তবে প্রথম ম্যাচের আগেও আমরা রিভার্স সুইপ প্র্যাক্টিস করেছি। কিন্তু বাইশ গজে নেমে কে কী ভাবে ব্যাট করবে, তা কিন্তু নির্ভর করে ব্যাটারদের উপরেই। টিম যদি বিশেষ ভাবে নির্দেশ দেয়, তখনই সেটা করা হয়।’
টম হার্টলির অভিষেক হয়েছে হায়দরাবাদ টেস্টে। আবির্ভাবেই তিনি ৯ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন ইংল্যান্ডকে। হার্টলির মতো নতুন বোলারের কাছে ভারতীয়দের আত্মসমর্পণ দেখে অবাক হয়ে গিয়েছেন ভরতও। তবে তাঁর মন্তব্য, ‘আমরা বোলারের বিরুদ্ধে খেলি না, বল দেখে খেলি। ক্রিকেটে অভিজ্ঞ, অনভিজ্ঞ বলে কিছু হয় না। নতুন কেউ যদি ভালো খেলে, তার প্রশংসাই করতে হবে। ম্যাচের পর কিন্তু খুব স্বাভাবিক ছিল ড্রেসিংরুমের চেহারা। টিম ম্যানেজমেন্টের তরফে আমাদের বলা হয়েছিল, ভয় পেও না। লম্বা টেস্ট সিরিজ। এই রকম সিরিজ আমরা অনেক খেলেছি।’