ICC ODI World Cup 2023: ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া, বড় ম্যাচে কোহলি ও স্মিথেই ভরসা কিংবদন্তি ক্রিকেটারের
Virat Kohli: প্রতিবার বিশ্বকাপ আসলেই কিছু তারকাকে নিয়ে গুঞ্জন ওঠে এটাই বুঝি তাঁর শেষ বিশ্বকাপ। এবারও বেশ কিছু খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। যার মধ্যে রয়েছেন ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করছেন যে এটিই তাঁদের শেষ ওয়ানডে বিশ্বকাপ।
চেন্নাই: ৩৬ বছর পর চেন্নাইয়ের মাটিতে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া। শেষবার ১৯৮৭-এর বিশ্বকাপে চেন্নাইয়ের মাটিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ১ রানের ব্যবধানে হারে ভারত। ৩৬ বছর আগের হিসেব মেটানোর সুযোগ থাকবে ভারতের সামনে। আজ, অর্থাৎ ৮ অক্টোবর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। বিশ্বকাপের ঠিক আগে, ভারত ও অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। এই হারের বদলা নিতেও মরিয়া হয়ে উঠবেন অজিরা। এবার দুই দলই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বিশ্বকাপে। আর এই টান-টান ম্যাচে দুই শিবিরের সুপারস্টার বিরাট কোহলি ও স্টিভ স্মিথকেই এগিয়ে রাখছেন কিংবদন্তি সঞ্জয় মাঞ্জেকার। এটাই তাঁদের শেষ বিশ্বকাপ ভেবে নেওয়াটা অন্য়ায়, বলে মনে করেন এই ধারাভাস্যকর। এ বি়ষয়ে কী বলছেন তিনি? TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে বিস্তারিত।
আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বকাপের মঞ্চে হাজির হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে মাঞ্জেকারের ভরসা কোহলি ও স্মিথেই। তিনি মনে করেন বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ ওডিআইতে তাঁদের নিজ-নিজ দলের জন্য অমূল্য। প্রতিবার বিশ্বকাপ আসলেই কিছু তারকাকে নিয়ে গুঞ্জন ওঠে এটাই বুঝি তাঁর শেষ বিশ্বকাপ। এবারও বেশ কিছু খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। যার মধ্যে রয়েছেন ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করছেন যে এটিই তাঁদের শেষ ওয়ানডে বিশ্বকাপ। তবে, প্রাক্তন ভারতীয় প্লোয়ার সঞ্জয় মাঞ্জরেকর এর সঙ্গে একেবারেই একমত নন। শুধু তাই-ই নয়,এই দু’জন স্টার প্লেয়ারকে নিয়ে এই ধরনের কথা না বলার পরামর্শ দিয়েছেন তিনি।
কিংবদন্তির কথায়, “বিরাট ও স্মিথের মতো প্লেয়াররা ব্যাট করতে ভালবাসে। সারা জীবন ব্যাট করার জন্য ওরা প্রস্তুত। দু’হাত মেলে এগিয়ে আসবে ওরা। তাই এখনই এদের নিয়ে এমন কিছু ভেবে বসবেন না। ওরা দলের রত্ন।” দলকে এগিয়ে নিয়ে যেতে কেমন লড়াই দেন বিরাট ও স্মিথ তাই-ই এখন দেখার। প্রসঙ্গত, অতীতে ২০১১, ১৯৮৭ এবং ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। এখন পর্যন্ত, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ টি ম্যাচ হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে দুটি এবং ভারত একটিতে। চলতি বছরের মার্চে, অস্ট্রেলিয়া দল ভারত সফরে এসেছিল, তারপরে চেন্নাইয়ে ওয়ানডে খেলা হয়েছিল। সেই ম্যাচে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আজ বিশ্বকাপের মঞ্চে সব হার জিতের হিসেব বুঝে নেবে দুই দল।