ক্যানবেরা থেকেই ছন্দ খুঁজছেন বিরাটরা

শুক্রবার মানুকা ওভালে ভারত(INDIA)-অস্ট্রেলিয়ার(AUSTRALIA) প্রথম টি-২০ ম্যাচ। ১-২ ব্যবধানে একদিনের সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া।

ক্যানবেরা থেকেই ছন্দ খুঁজছেন বিরাটরা
ক্যানবেরায় তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস। ছবি-বুমরার টুইটার।
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 4:22 PM

TV9 বাংলা ডিজিটাল:পর পর দু’ম্যাচ হারের পর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। সেখান থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির(KOHLI) টিম। ক্যানবেরাতে তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে(AUSTRALIA) হারিয়ে। বিরাট তো বটেই, ভারতীয় (INDIA) টিমের এখন লক্ষ্য টেস্ট সিরিজের জন্য প্রয়োজনীয় মনোবল ফিরে পাওয়া। আর তাই টি-টোয়েন্টিতেই ফোকাস করছেন শিখর ধাওয়ান-লোকেশ রাহুলরা।

ক্যানবেরাতেই শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কুড়ি-বিশের ফর্ম্যাটে ভারত অনেক শক্তিশালী টিম। ওয়ান ডে-তে যাই হোক না কেন, স্টিভ স্মিথ-গ্লেন ম্যাক্সওয়েলরাও কিন্তু বিরাটদের নিয়ে যথেষ্ট চিন্তায়।ভারতের ক্যাপ্টেন তো বলেইছেন, ‘আমরা ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছিলাম। ওয়ান ডে সিরিজটা হারলেও সেটা পেয়ে গিয়েছি।’

প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে বোলিংই সবচেয়ে চাপে রেখেছিল ভারতকে। ক্যানবেরাতে সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বিরাট অ্যান্ড কোং। ছন্দে ফিরেছেন যেমন জশপ্রীত বুমরা, তেমনই নজর কেড়েছেন শার্দূল ঠাকুর, টি নটরাজনরা। এই তিন পেসার মিলে ৭ উইকেট নিয়েছেন। যা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবও নিয়েছেন ১টি করে উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য কিছুটা বদল থাকতে পারে বোলিং বিভাগে। আমিরশাহীর আইপিএল থেকে নাটরাজন ডেথে চমৎকার বোলিং করছেন। থাকবেন বুমরাও। সামিকে বিশ্রাম দিয়ে হয়তো খেলানো হতে পারে শার্দূলকে। ক্যানেবেরার শেষ ম্যাচে ৩ উইকেট নেওয়ার জন্য। তবে কুলদীপের বদলে টিমে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহল।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও কিছু রদবদল হবে। শিখরের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। বিরাট, শ্রেয়সরা আসবেন এরপর। শুবমান গিলকে খেলানো হতে পারে। ওয়ান ডে সিরিজে দারুণ পারফর্ম করা হার্দিক পান্ডিয়াও থাকবেন। এখনও তিনি নিয়মিত বোলিং করছেন না। তবে ব্যাটে ভরসা দিচ্ছেন। থাকবেন অলরাউন্ডার জাডেজা।

আরও পড়ুন:নেইমারের জোড়া গোল, ম্যানইউকে হারিয়ে লাইফ লাইন পেল পিএসজি

চোটের জন্য ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাঁর বদলে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে পারেন মার্নাস লাবুসেনই। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের শেষ ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁরা ফিরছেন প্রথম টি-টোয়েন্টিতে। স্মিথ, ম্যাক্সওয়েলরা থাকবেন টিমকে টানার জন্য।

এ বারের অস্ট্রেলিয়া সফরের মূল আকর্ষণ অবশ্যই টেস্ট সিরিজ। সে দিকেই তাকিয়ে আছে ক্রিকেট দুনিয়া। তার আগে টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছন্দ ফিরে পেতে চাইছেন ভারতীয় ক্রিকেটাররা।