IND vs ENG 2ND Test Preview: ‘ বিরাট ‘ চিন্তা নেই পূজারা-রাহানেকে নিয়ে

India vs England 1st Test Prediction: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দিলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রান আসেনি। ব্যাটিং ভরাডুবির জন্যই নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। নটিংহ্যামেও প্রথম ইনিংসে রান পাননি পূজারা, রাহানে। বেশ কথা উঠছে সহ অধিনাযক রাহানেকে নিয়ে।

IND vs ENG 2ND Test Preview: ' বিরাট ' চিন্তা নেই পূজারা-রাহানেকে নিয়ে
রাহানে-পূজারার ফর্ম চিন্তায় রাখছেনা বিরটকে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 1:02 PM

লন্ডন‌: সিরিজের প্রথম টেস্টেই জেতার মতো পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ড্র হয়েছে। আজ লর্ডসে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে একটাই দুশ্চিন্তা তাড়া করছে ভারতকে, টিমের দুই ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে রানের মধ্যে নেই। লর্ডসে জিততে হলে এই দু’জনকে রানে ফিরতে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দিলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রান আসেনি। ব্যাটিং ভরাডুবির জন্যই নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। নটিংহ্যামেও প্রথম ইনিংসে রান পাননি পূজারা, রাহানে। বেশ কথা উঠছে সহ অধিনাযক রাহানেকে নিয়ে। তবু বিরাট কোহলি চিন্তায় নেই। বরং ভারতীয় টিমের ক্যাপ্টেনের সোজা কথা, ‘আমার মনে হয় না রাহানের ফর্ম নিয়ে চিন্তা করার দরকার আছে। এই মুহূর্তে টিমের কাউকে নিয়ে আলাদা করে ভাবার কোনও দরকার নেই। বরং টিমের সামগ্রিক শক্তি নিয়ে ভাবতে হবে। কঠিন পরিস্থিতিতে যাতে টিম হিসেবে নিজেদের সেরাটা দিতে পারি। এটাও মাথায় রাখতে হবে, কেউ কেউ ঠিক জয়ের জায়গায় টিমকে পৌঁছে দিচ্ছে।’

ব্যাটে রান এলেও ফিল্ডার রাহানে কিন্তু দারুণ ফর্মে। টেস্ট ক্রিকেটে ১০০ ক্যাচের মুখে দাঁড়িয়ে তিনি। আর ৩টে ক্যাচ ধরতে পারলে সেঞ্চুরি করে ফেলবেন তিনি। যা নিয়ে বিরাট বলছেন, ‘ও টিমের সেরা স্লিপ ফিল্ডার। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে। রাহানে ক্যাচিংয়ের ক্ষেত্রে প্রচন্ড হার্ডওয়ার্ক করে। ১০০ ক্যাচের দারুণ মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস, রাহানে ক্যাচ ধরার রেকর্ড আরও বাড়িয়ে নিয়ে যাবে।’

নটিংহ্যামে স্লো ওভার রেটের জন্য এক দিকে যেমন ৪০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে দুটো টিমের। পাশাপাশি দু’পয়েন্টও কাটা গিয়েছে। যা নিয়ে বেশ সমালোচনার মুখ পড়তে হয়েছে ভারতকে। ক্যাপ্টেন কোহলির কথায়, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সব সময় গুরুত্বপূর্ণ। তবে, আমরা যাতে সময়ে ওভার শেষ করতে পারি, যাতে খেলার গতিটা কমে না যায়, সে দিকে নজর রাখছি।’