IND VS ENG : লর্ডসে ভারতের ১০ নজরকাড়া পারফরম্যান্স
অভিষেক টেস্টে লর্ডস মাতালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিষেক টেস্টেই দুরন্ত সেঞ্চুরি বাংলার মহারাজের। ১৩১ রান করেন সৌরভ। ৯১ রান করে নজর কাড়েন তরুণ রাহুল দ্রাবিড়। এই টেস্টে বল হাতে নজর কাড়েন বেঙ্কটেশ প্রসাদ। ৫ উইকেট নেন প্রথম ইনিংসে। টেস্ট ড্র।
লন্ডনঃ আজ থেকে লর্ডসে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। লর্ডস। বিশ্ব ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী এই লর্ডস। গর্বের এই ক্রিকেটক্ষেত্রে বহু নজির রয়েছে ভারতীয় দলের। এরকমই ১০টি পারফরম্যান্স দেখে নেব এবার-
১. ১৯৩২ – মহম্মদ নিসারের ৫ উইকেট
স্বাধীনতা পূর্ব ভারতে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট। সসিকে নাইডুর অধিনায়কত্বে সেই টেস্টে ভারত হেরেছিল ১৫৮ রানে। তবে মনে রাখার মত পারফরম্যান্স ছিল মহম্মদ নিসারের। প্রথম ভারতীয় বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নিসার। এই লর্ডসেই। প্রথম ইনিংসে ৯৩ রানে ৫ উইকেট নেন নিসার। এমনকি প্রথম স্পেলে নিসারের বলের গতি হার মানিয়েছিল লারউডের গতিকেও।
২. ১৯৩৬- এবার বল হাতে নজর কাড়লেন অমর সিং
৪ বছর পর ফের ভারত-ইংল্যান্ড টেস্টের আসর বসে এই লর্ডসেই। ১৯৩২ সালে শেষ টেস্টে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছিলেন অমর সিং। আর এবার বল হাতে নজর কাড়লেন অমর সিং। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন অমর। যার ফলে প্রথম ইনিংসে লিড নিয়েছিল ভারত। যদিও টেস্ট ম্যাচ হেরে গিয়েছিল ভারত।
৩. ১৯৫২- অলরাউন্ডার ভিনু মাঁকড়ের দুরন্ত পারফরম্যান্স
স্বাধীনতা উত্তর ভারতের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে নজর কাড়লেন ভিনু মাঁকড়। প্রথম ভারতীয় হিসেবে লর্ডসে সেঞ্চুরি ও ৫ উইকেটের নজির গড়লেন ভিনু। টেস্ট হেরে গেলেও প্রথম ইনিংসে ৭২ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রান করেন মাঁকড়। ইংল্যান্ড ইনিংসে ৫ উইকেট নেন বিন মাঁকড়।
৪. ১৯৮২- কপিল ও বেঙ্গসরকরের লড়াই
বিশ্বকাপ জয়ের আগের বছর। ইংল্যান্ডের বিরুদ্ধে এক স্মরণীয় টেস্ট। এই টেস্ট ভারত হারলেও মনে রাখা হবে দিলীপ বেঙ্গসরকর ও কপিল দেবের লড়াইয়ের জন্য। বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৮৯ রান করেছিলেন কপিলদেব। প্রথম ইনিংসেও ৪১ রান করেছিলেন হরিয়ানা হ্যারিকেন। অন্যদিকে দুরন্ত সেঞ্চুরি এসেছিল বেঙ্গসরকরের ব্যাট থেকে। ১৫৭ রান করেন ভারতীয় ক্রিকেটের কর্নেল।
৫. ১৯৮৬- প্রথম লর্ডস টেস্ট জয়
এই প্রথম লর্ডসে টেস্টে জয় এল ভারতের। বল হাতে কপিল, মনিন্দর সিং, চেতন শর্মাদের চোখধাঁধানো পারফরম্যান্স। আর ব্যাট হাতে নজর কাড়েন বেঙ্গসরকর ও মোহিন্দর অমরনাথ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট পান চেতন শর্মা।দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট কপিলের ঝুলিতে। মাত্র ৯ রানে ৩ উইকেট পান মনিন্দর। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১২৬ রান করেন বেঙ্গসরকর। ৬৯ রান জিমি অমরনাথের।৫ উইকেটে টেস্ট জেতে ভারত।
৬. ১৯৯০- লর্ডস মাতালেন আজহার ও কপিল
টেস্ট হেরে গেলেও ভারতীয় ক্রিকেট অনেকদিন মনে রাখবে এই টেস্টে মহম্মদ আজহার উদ্দিন ও কপিল দেবের ব্যাট হাতে পারফরম্যান্স।প্রথম ইনিংসে ১২১ রান করেছিলেন আজহার। ৭৭ রানে অপরাজিত ছিলেন কপিলদেব। আরও এক ভারতীয় ক্রিকেটার এই টেস্টে সেঞ্চুরি করেছিলেন। যিনি আজ থাকবেন ভারতীয় কোচের দায়িত্বে। রবি শাস্ত্রী। ১০০ রান করেছিলেন এই টেস্টে।
৭. ১৯৯৬- সৌরভের ইতিহাস
অভিষেক টেস্টে লর্ডস মাতালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিষেক টেস্টেই দুরন্ত সেঞ্চুরি বাংলার মহারাজের। ১৩১ রান করেন সৌরভ। ৯১ রান করে নজর কাড়েন তরুণ রাহুল দ্রাবিড়। এই টেস্টে বল হাতে নজর কাড়েন বেঙ্কটেশ প্রসাদ। ৫ উইকেট নেন প্রথম ইনিংসে। টেস্ট ড্র।
৮. ২০০২- আগরকরের সেঞ্চুরি, ৩ উইকেট কুম্বলের
এই টেস্ট হেরে গেলেও ভারতীয় ক্রিকেট মনে রাখবে ব্যাট হাতে বোলার অজিত আগরকরের লড়াইকে। দ্বিতী. ইনিংসে ১০৯ রান করেছিলেন আগরকর। ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেট পান অনিল কুম্বলে। প্রথম ইনিংসে নজরকাড়া ৮৪ রান করেন সেওয়াগ। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর ও রাহুল দ্রাবিড়।
৯. ২০০৭- ধোনির লড়াইয়ে ড্র
নিশ্চিত হার থকে এই টেস্ট ম্যাচ ড্র করেছিল ভারত। সৌজন্যে ধোনির লড়াকু ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে অপরাজিত থেকে টেস্টে হার বাঁচান মাহি। ধোনির এই লড়াই অনেকদিন মনে রাখবে ভারত। এই টেস্টেই এক ইনিংসে বল হাতে ৫ উইকেট পান আরপি সিং।
১০. ২০১৪- রাহানের লড়াই, বল হাতে দুরন্ত ভুবি-ইশান্ত
২০১৪ সালে ফের ইংল্যান্ডকে হারায় ভারত। সৌজন্যে আজিঙ্কা রাহানের সেঞ্চুরি। আর বল হাতে নজর কাড়া পারফরম্যান্স ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মার। প্রথম ইনিংসে ১০৩ রান করেন রাহানে। বল হাতে প্রথম ইনিংসে ৬ উইকেট পান ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেছিলেন ভুবি। ৫২ রান করেন তিনি।
তবে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান মুরলি বিজয়ের ৯৫। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নেন ইশান্ত শর্মা.