IND vs SL 3rd ODI Preview: হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে গব্বরের পল্টন
India vs Sri Lanka 3rd ODI Prediction: শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারত কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) নামবে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে।
কলম্বোর (Colombo) প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) আজ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। দ্বিতীয় ওয়ান ডে-তে দীপক চাহারের দুর্দান্ত ইনিংসে ভর করে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ জিতে নিয়েছে শিখর ধাওয়ানরা।
আজ তৃতীয় ওয়ান ডে-তে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন ভুবনেশ্বর কুমাররা। দ্বিতীয় ওয়ান ডে-র পর দু’দিন বিশ্রাম নিয়ে মাঠে নামবে দুই দল। এই ম্যাচের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন ধাওয়ানরা।
দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল দাসুন শানাকা। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ২৭৫ রান। ধাওয়ানদের টার্গেট ছিল ২৭৬। ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় ধাওয়ানের ভারত।
আজ নিয়মরক্ষার ম্যাচে শানাকারা ভারতের তরুণ তুর্কিদের চাপে ফেলতে পারে কি না সেটাই দেখার। আজকের ম্যাচে ধাওয়ান দলে কোনও পরিবর্তন আনেন কিনা সেদিকেও নজর থাকবে।