Asia cup 2023 PAK vs SL Match Prediction: আজ শ্রীলঙ্কা-পাকিস্তান ‘সেমিফাইনাল’ বৃষ্টিতে ভেস্তে গেলে!
Asia cup 2023 Pakistan vs Sri Lanka Match Preview: পাকিস্তা-শ্রীলঙ্কার ফাইনালের পথে অঙ্ক। যে জিতবে, সেই ফাইনালে। বৃষ্টিতে একান্তই যদি ম্যাচ ভেস্তে যায় বা ফল না হয়, পয়েন্ট ভাগাভাগি হবে। দু-দলেরই পয়েন্ট হবে ৩। নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ভারতের কাছে ২২৮ রানে না হারলে এতটা পিছিয়ে পড়তেন না বাবররা। এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানের কাছে এই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই।
কলম্বো: সরকারি ভাবে নয়, তবে ভার্চুয়ালি অবশ্যই। এশিয়া কাপের ‘সেমিফাইনালে’ আজ গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সামনে পাকিস্তান। এ বারের এশিয়া কাপে অন্যতম ফেভারিট পাকিস্তান। বিশ্বের এক নম্বর ওডিআই দল হিসেবেই এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময়ই অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারায় তারা। শ্রীলঙ্কা ম্যাচের আগে নানা দিক থেকে চাপে পাকিস্তান। জিতলে ফাইনাল, হারলে বিদায়, এমনকি বৃষ্টিতে ম্যাচের ফল না হলেও পাকিস্তানের বিদায়। কী ভাবে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টুর্নামেন্ট শুরুর আগে চোটে জর্জরিত ছিল শ্রীলঙ্কা। সেই অস্বস্তি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। ভারতের কাছে সুপার ফোরে মরিয়া লড়াইয়ে হারের আগে সব ম্যাচেই জিতেছে। শুধু তাই নয়, টানা ১৩টি ওডিআই জেতার নজিরও গড়েছে শ্রীলঙ্কা। আজ সামনে পাকিস্তান। ফাইনালে যেতে হলে জিততেই হবে শ্রীলঙ্কাকে। আর কলম্বোর বৃষ্টির যা পরিস্থিতি, তাতে ম্যাচ নিষ্ফলা থাকলেও ফাইনালে জায়গা করে নেবে শ্রীলঙ্কা। তাদের চাপ বলতে পরিসংখ্যান। পাকিস্তানের বিরুদ্ধে গত আটটি ওডিআইতেই হেরেছে শ্রীলঙ্কা। তবে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং ভারতের বিরুদ্ধে চোয়াল চাপা লড়াই শ্রীলঙ্কাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ২২৮ রানের বিশাল হারে পাকিস্তানের নেট রান রেটে ব্য়াপক প্রভাব পড়েছে। সেই ম্যাচের রিজার্ভ ডে-তে বোলিং করেননি হ্যারিস রউফ। ব্যাটিংয়েও নামেননি। একই পরিস্থিতি আর এক পেসার নাসিম শাহর। চোট এবং খারাপ ফর্মের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে একাদশে পাঁচটি পরিবর্তন করেছে পাকিস্তান। এশিয়া কাপে শুরু থেকেই ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা ম্যাচের আগেও। খারাপ ফর্মে বাদ পড়েছেন ফখর জামান। ইমাম উল হকের সঙ্গে ওপেন করবেন মহম্মদ হ্যারিস। মিডল অর্ডারে আঘা সলমনের জায়গায় সাউদ শাকিল। পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে রয়েছেন মহম্মদ ওয়াসিম, জামান খান।
পাকিস্তা-শ্রীলঙ্কার ফাইনালের পথে অঙ্ক। যে জিতবে, সেই ফাইনালে ভারতের সামনে। বৃষ্টিতে একান্তই যদি ম্যাচ ভেস্তে যায় বা ফল না হয়, পয়েন্ট ভাগাভাগি হবে। দু-দলেরই পয়েন্ট হবে ৩। নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের কাছে ২২৮ রানে না হারলে নেট রান রেটে হয়তো এতটা পিছিয়ে পড়তেন বাবর আজমরা। ফলে এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানের কাছে এই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই।