MI, IPL 2023: রোহিতের জোরালো ইঙ্গিতে অভিষেকের দোরগোড়ায় সচিনপুত্র

Arjun Tendulkar: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে সচিনপুত্রকে আইপিএলে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা

MI, IPL 2023: রোহিতের জোরালো ইঙ্গিতে অভিষেকের দোরগোড়ায় সচিনপুত্র
MI, IPL 2023: রোহিতের জোরালো ইঙ্গিতে অভিষেকের দোরগোড়ায় সচিনপুত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 7:04 PM

মুম্বই: বাবা ভারতীয় ক্রিকেটের অকথিত ‘ঈশ্বর’। ছেলে এখনও সুযোগের অপেক্ষায়। দু’বছর আগে আইপিএল (IPL) দলে শিকে ছিঁড়লেও, চোটের কারণে মাঠের বাইরে বসে কাটাতে হয়েছিল। গত বছরও ঠাঁই হয়নি চূড়ান্ত এগারোয়। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স একেবারে জঘন্য হলেও, সচিনপুত্রের অভিষেকের অপেক্ষা ক্রমশই বেড়েছে। আরও একটা আইপিএল শুরু হতে চলেছে। রবিবার মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার কি মুম্বই দলে শিকে ছিঁড়বে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)? সেই উত্তরের দিকে চেয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা। সচিন এখনও মুম্বই দলের সঙ্গে প্রবল ভাবে যুক্ত। এই দলটার মেন্টর, ব্র্যান্ড অ্যাম্বাসাডর একজনই। তবু যোগ্য না হওয়া পর্যন্ত ছেলেকে সুযোগ দিতে নারাজ মাস্টার ব্লাস্টার। এ বার হয়তো ছবিটা পাল্টাতে পারে। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

জসপ্রীত বুমরা চোটের কারণে আইপিএলের বাইরে। এই মুহূর্তে একজন ভারতীয় জোরে বোলার প্রয়োজন মুম্বই ইন্ডিয়ান্সের। আকাশ মাধওয়াল, আর্শাদ খানের মতো অনামীদের মাঝে চূড়ান্ত এগারোয় জায়গা করে নিতে পারেন অর্জুন তেন্ডুলকর। সেই সম্ভাবনা প্রবল। এমনকি টুর্নামেন্ট শুরুর আগে দলনায়ক রোহিত শর্মার উত্তরেও মিলেছে সেই ইঙ্গিত। এক প্রশ্নের উত্তরে হিটম্যান বলেছেন অর্জুনকে খেলানোর ব্যাপারে তাঁরা আশাবাদী। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাননি।

দলের কোচ মার্ক বাউচার বলেন, ‘চোট সারিয়ে অর্জুন আমাদের শিবিরে যোগ দিয়েছে। আমরা ওকে খেলানোর ব্যাপারে ভাবব। ও খুব ভালো ক্রিকেট খেলছে। শেষ ৬ মাস ধরে বেশ ভালো বোলিং করছে। ওকে এগারো জনের দলে রাখতে পারলে আমাদের জন্য ভালোই হবে।’ বাউচারের এই কথায় অর্জুনের খেলার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও প্রশংসনীয় পারফরম্যান্স করেন অর্জুন। গোয়ার হয়ে রঞ্জিতে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর কেড়েছেন। রাজস্থানের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন সচিনপুত্র। মোট ২২৩ রান করেছেন অর্জুন। মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ম্যাচ খেলার অভিজ্ঞতাও এখন বেড়েছে। ফলে অর্জুনের আইপিএল অভিষেকের রাস্তা আরও জোরালো হচ্ছে। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে সচিনপুত্রকে আইপিএলে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরাও।