Sanju Samson: বিশ্বকাপ শুরুর ঠিক আগে মেন ইন ব্লুতে সঞ্জু স্যামসন!
ICC World Cup 2023: ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আগামিকাল থেকে ১৯ নভেম্বর অবধি ভারতের ১০টি শহরে ১০টি দল বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে মেন ইন ব্লুতে হঠাৎ সঞ্জু স্যামসন। তিনি তো ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নেই। তা হলে কী করছেন, অবাক হচ্ছেন কি?
তিরুবনন্তপুরম: মেন ইন ব্লুতে বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর ঠিক আগে হঠাৎই সঞ্জু স্যামসন! কি অবাক হচ্ছেন? ভাবছেন নিশ্চয়ই তিনি তো ভারতের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে নেই। তা হলে কেন তিনি টিমে? তবে কি বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে তাঁকে টিমে নেওয়া হল? মেন ইন ব্লুতে কেউ কি তা হলে চোট পেলেন? না-না তেমন কিছু হয়নি। তবে ভারতের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন তিনি টিম ইন্ডিয়ার (Team India) সঙ্গে রয়েছেন। তা হলে ব্যাপারখানা ঠিক কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসল ঘটনা কী?
ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় টিমের। বৃষ্টির কারণে অবশ্য দু’টির একটিও ওয়ার্ম আপ ম্যাচে খেলা হয়নি ভারতের। নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ ছিল কেরালার তিরুবন্তপুরমে। সেখানে ভারতীয় টিমের অনুশীলনের এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল, ভারতীয় টিমের ক্রিকেটাররা যেখানে অনুশীলন করছিলেন, তার ঠিক পিছনের দেওয়ালে সঞ্জু স্যামসনের এক বিরাট আঁকা ছিল। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। পরবর্তীতে সেটি নিজের ইন্সগ্রামে পোস্ট করেন সঞ্জু।
View this post on Instagram
উল্লেখ্য, ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ওডিআইতে খেলেছিলেন সঞ্জু। সেই সফরে সঞ্জু ২টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচে খেলেছিলেন। তাতে খুব একটা ছাপ ফেলতে পারেননি। তখনই তিনি ভারতের বিশ্বকাপের ভাবনা থেকে দূরে চলে যান। এরপর আইরিশদের বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন তিনি। তারপর এশিয়া কাপের সময় শুরুর দিকে লোকেশ রাহুল পুরোপুরি ফিট না হওয়ায় সঞ্জু দলের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করেছিলেন। কিন্তু কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি এবং টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরেও আসেন। তারপর থেকে ভারতের হয়ে আর কোনও ম্যাচ তিনি খেলেননি।