CWC 2023, BCCI: বিশ্বকাপ সূচিতে আর পরিবর্তন সম্ভব নয়, পরিষ্কার বার্তা বোর্ডের

Cricket World Cup Schedule: আর কোনও সংস্থার অনুরোধই রাখা যাবে না, সেটাও পরিষ্কার করে দিয়েছে বোর্ড। ৯ অক্টোবর নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে হায়দরাবাদে। পরিবর্তিত সূচিতে পরদিনই পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচও রয়েছে।

CWC 2023, BCCI: বিশ্বকাপ সূচিতে আর পরিবর্তন সম্ভব নয়, পরিষ্কার বার্তা বোর্ডের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 9:28 PM

ওয়ান ডে বিশ্বকাপের সূচি নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। সাধারণত টুর্নামেন্টের বছরখানের আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ করে দেওয়া হয়। এ বার অবশ্য তা হয়নি। বিশ্বকাপের খসড়া সূচি হাতে পেয়ে তা নিয়ে নিজেদের মত জানাতে দেরি করেছে বেশ কয়েকটি দেশের বোর্ড। অনেক বেশি বায়নাক্কা করেছে পাকিস্তান। ভেনু থেকে নিরাপত্তা, নানা বিষয়েই ‘সমস্যা’ ছিল তাদের। সব মিটিয়ে অবশেষে সূচি প্রকাশ করা হয়। এরপরও নানা দেশের পক্ষ থেকে সূচিতে কিছু পরিবর্তনের অনুরোধ করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি সেই সমস্যাও মেটায়। সদ্য হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে বিসিসিআইকে অনুরোধ করা হয়েছিল সূচিতে কিছু বদলের। ভারতীয় বোর্ড পরিষ্কার করে দিল, আর কোনও পরিবর্তন সম্ভব নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওয়ান ডে বিশ্বকাপ। প্রথম বার যে সূচি প্রকাশ তাতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। ম্যাচটি হবে আমেদাবাদে। যদিও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, সেদিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা নিয়ে কিছু সমস্যা রয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতাতেও। ভারতীয় বোর্ড সেই পরিস্থিতি পর্যালোচনা করে ফের সূচিতে বদল করে। সদ্য হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ভারতীয় বোর্ডকে জানানো হয়, পরপর ম্যাচ হওয়ায় স্থানীয় প্রশাসনের তরফে নিরাপত্তা দেওয়া নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বোর্ডকে অনুরোধ করা হয় সূচিতে বদলের।

ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, এখন আর সূচিতে পরিবর্তন সম্ভব নয়। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘এ দিন এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার পরই দিল্লিতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অফিসিয়ালদের সঙ্গে একটি বৈঠক হয় বোর্ড সচিব জয় শাহর। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ৯ অগস্ট যে সূচি প্রকাশ করা হয়েছে, এতে আর পরিবর্তন করা সম্ভব নয়।’ শুধু তাই নয়, আর কোনও সংস্থার অনুরোধই রাখা যাবে না, সেটাও পরিষ্কার করে দিয়েছে বোর্ড। ৯ অক্টোবর নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে হায়দরাবাদে। পরিবর্তিত সূচিতে পরদিনই পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচও রয়েছে। পরপর দুদিন ম্যাচ নিয়েই স্থানীয় প্রশাসন আপত্তি জানিয়েছিল। দুটি ম্যাচের মধ্যে অন্তত একটা দিনের বিরতি রাখার অনুরোধ করা হয়েছিল।