UPW vs MI, WPL 2023 : ম্যাচের সেরা হরমনপ্রীতের মুখে সাইকারই প্রশংসা
UP Warriorz vs Mumbai Indians, WPL 2023 : সাইকা অন্য ম্যাচের তুলনায় অনেকটাই বেশি রান দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে সেরা দুটো উইকেট নিয়ে ম্য়াচেও ফেরান মুম্বইকে। সাইকাকে নিয়ে আলাদা করে বলেন...
মুম্বই : টানা চার ম্যাচে জয়। টুর্নামেন্টে এখনও অবধি টানা জয়। পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে। এখনও অবধি অলরাউন্ড পারফর্ম করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইউপি ওয়ারিয়র্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১৬০ রানের লক্ষ্য় তাড়া করতে নেমেছিল মুম্বই। তারা হয়তো চাপে পড়তে পারত। কিন্তু ইউপি ওয়ারিয়র্সের ফিল্ডিং এবং ভাগ্যও সঙ্গ দিল মুম্বইয়ের। সব মিলিয়ে ম্যাচে তিনটে ক্য়াচ মিস করেছে ইউপি ওয়ারিয়র্স। হরমনপ্রীতের ক্ষেত্রে, একটি ডেলিভারি লেগ স্টাম্পে লাগে। লাইট জ্বললেও বেল পড়েনি। না হলে হয়তো কিছুটা চাপে পড়ত মুম্বই ইন্ডিয়ান্স। জোড়া জীবন দান পাওয়া যস্তিকা ভাটিয়া খাতা খোলার আগেই আউট হতে পারতেন। সেই সুযোগ কাজে লাগান যস্তিকা। ২৭ বলে ৪২ রান করেন তিনি। দলীয় ৫৮ রানে দুই ওপেনারকে হারালেও মুম্বইয়ের জিততে সমস্য়া হয়নি। অর্ধশতরানের ইনিংসে ম্য়াচের সেরা অধিনায়ক হরমনপ্রীত কৌর। যদিও তাঁর মুখে বাঁ স্পিনার সাইকা ইসাকেরই প্রশংসা। বিস্তারিত TV9Bangla-য়।
টসে জিতে প্রথমে ব্য়াটিং নেয় ইউপি ওয়ারিয়র্স। তাদের শুরুটা ভালো না হলেও অ্যালিসা হিলি-তাহিলা ম্যাকগ্রা জুটি চাপে রেখেছিল মুম্বইকে। এমন সময় ত্রাতা হয়ে ওঠেন পার্পল ক্যাপ দখলে রাখা সাইকা ইসাক। অ্যালিসা হিলিকে ফেরান তিনি। এরপর তাহিলা ম্য়াকগ্রার উইকেটও তাঁর ঝুলিতে। অর্ধশতরান করা দুই ব্য়াটারকে ফিরিয়ে মুম্বইকে ম্যাচে ফেরান। অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুখেও তাঁরই কথা। সাইকার বোলিংই ম্য়াচের টার্নিং পয়েন্ট, এমনটাই বলেন হরমনপ্রীত। ম্য়াচ শেষে মুম্বই অধিনায়ক বলেন, ‘দলের পারফরম্য়ান্সে খুবই খুশি। সকলের প্রতি কৃতজ্ঞ। এত দ্রুত সকলের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে।’
সাইকা অন্য ম্যাচের তুলনায় অনেকটাই বেশি রান দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে সেরা দুটো উইকেট নিয়ে ম্য়াচেও ফেরান মুম্বইকে। সাইকাকে নিয়ে আলাদা করে বলেন, ‘এমনটা হয়েই থাকে (রান দেওয়া)। ওর উপর আমার ভরসা রয়েছে। সে কারণেই ওর হাতে ফের বল তুলে দিই। এরপরই কিন্তু গুরুত্বপূর্ণ দুটো উইকেট নেয় সাইকা।’ ব্যাটিংয়ের ক্ষেত্রে, পরপর দু উইকেট হারিয়ে সাময়িক অস্বস্তিতে পড়ে মুম্বই। হরমনপ্রীত কৌর ও ন্যাট সিবার জুটি শুরুটা সতর্ক হয়েই করেন। কিছুটা সময় ক্রিজে কাটিয়েই রানের গতি বাড়ান। পরিকল্পনা প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ‘আমরা দু-জনই পরিকল্পনা মাফিক ব্যাটিং করছিলাম। সোফি ও শাবনিম অনবদ্য বোলিং করছিল। অন্য়দের আক্রমণ করার পরিকল্পনা গড়ি।’