Wriddhiman Saha: পরিবারে এল নতুন সদস্য, অবশেষে স্বপ্নপূরণ ঋদ্ধিমান সাহার

ঋদ্ধিমান সাহাকে কয়েকদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় ফেরার জন্য মান অভিমান ভাঙিয়েছিলেন। বর্তমানে তাঁকে বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলতে দেখা যাচ্ছে। বাংলার এই প্রো টি-২০ লিগে মেদিনীপুর উইজার্ডের হয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা।

Wriddhiman Saha: পরিবারে এল নতুন সদস্য, অবশেষে স্বপ্নপূরণ ঋদ্ধিমান সাহার
পরিবারে এল নতুন সদস্য, অবশেষে স্বপ্নপূরণ ঋদ্ধিমান সাহার
Follow Us:
| Updated on: Jun 14, 2024 | 8:30 PM

কলকাতা: পাপালি ফের একবার শিরোনামে। কয়েকদিন আগে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ক্রিকেটে ফিরেছেন। বছর দু’য়েক আগে সিএবির এক কর্তা তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে তিনি বাংলা ছেড়েছিলেন। কয়েকদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে বাংলায় ফেরার জন্য মান অভিমান ভাঙিয়েছিলেন। বর্তমানে তাঁকে বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলতে দেখা যাচ্ছে। বাংলার এই প্রো টি-২০ লিগে মেদিনীপুর উইজার্ডের হয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। এ বার সোশ্যাল মিডিয়ায় পাপালি জানিয়েছেন, পরিবারে এসেছে নতুন সদস্য। এবং তাঁর বহু বছরের এক পুরনো স্বপ্ন এখন পূরণ হল। জানেন তা কী?

২৭ বছর আগে যে স্বপ্ন দু’চোখ ভরে দেখেছিলেন ঋদ্ধিমান সাহা, এ বারই তা-ই পূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট X এ শিলিগুড়ির পাপালি একটি বিএমডব্লিউয়ের সঙ্গে তাঁর এক ছবি দিয়ে লিখেছেন, ‘১২ বছর বয়সে একটা স্বপ্ন দেখা থেকে শুরু করেছিলাম, আমার কেরিয়ারের প্রায় শেষের দিকে সেটা পূরণ করতে পারলাম। এই BMW ঘরে এনে একটা জিনিস প্রমাণ করতে পেরেছি যে, যারা অপেক্ষা করে তাদের কাছে ভালো জিনিস আসে। আমার এবং আমার পরিবারের জন্য একটি আবেগঘন মুহূর্ত।’

ঋদ্ধিমান সাহা BMW X7 SUF গাড়িটি কিনেছেন। এই গাড়িটি ডিজেলচালিত। যার দাম শুরু প্রায় ১.২৯ কোটি টাকা থেকে। মাত্র ১২ বছর বয়সে BMW কেনার স্বপ্ন দেখেছিলেন ঋদ্ধিমান। তা ৩৯ বছর বয়সে এসে পূরণ করতে পেরেছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন যে, কেরিয়ারের শেষ লগ্নে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এ বার দেখার এই শেষ বেলাতে ক্রিকেট প্রেমীরা ঋদ্ধির কাছ থেকে আর কতটা ক্রিকেট বিনোদন পান।