SL vs PAK: লক্ষ্য ১৩১, তিন উইকেট হারিয়ে চাপে পাকিস্তান; শেষ দিন চাই আরও…

Sri Lanka vs Pakistan 1st Test: জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩১ রান। লক্ষ্য ছোট হলেও খেই হারাল পাকিস্তান। দলীয় ১৬ রানেই ওপেনার আব্দুল্লা শফিকের উইকেট হারায়। তিনে নামা শান মাসুদ করেন মাত্র ৭ রান। নাইট ওয়াচম্যান নোমান আলিকে নামিয়ে কোনও লাভ হয়নি।

SL vs PAK: লক্ষ্য ১৩১, তিন উইকেট হারিয়ে চাপে পাকিস্তান; শেষ দিন চাই আরও…
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 2:19 AM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তানের। শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। গলে প্রথম টেস্টে জয়ের সামনে বাবর আজমের দল। যদিও রয়েছে আতঙ্ক। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডার ভরসা দেখাতে ব্যর্থ। যদিও দিনের শেষে ক্রিজে রয়েছেন অধিনায়ক বাবর আজম। রুদ্ধশ্বাস সমাপ্তির দিকে গল টেস্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ইনিংসে ধনঞ্জয় ডি’সিলভার অনবদ্য পারফরম্যান্সে শ্রীলঙ্কা ৩১২ রান করে। জবাবে মাত্র ১০১ রানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল, দ্রুত তাদের অলআউট করা। যদিও মিডল অর্ডারে দুর্দান্ত জুটি গড়ে সাউদ শাকিল ও আঘা সলমন। ডবল সেঞ্চুরিতে পাকিস্তান ইনিংসকে এগিয়ে নিয়ে যান শাকিল। ৮৩ রান করেন সলমন। ৪৬১ রান করে পাকিস্তান। প্রথম ইনিংসে খাদের কিনারা থেকে বড় রানের লিড নেন বাবররা।

শ্রীলঙ্কা ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়তে ব্যর্থ। ওপেনার নিশান মধুশঙ্কা ৫২ রান করেন। অধিনায়ক দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমলরা সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন ধনঞ্জয় ডি’সিলভা। শেষ দিকে স্পিনার রমেশ মেন্ডিস ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন।

জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩১ রান। লক্ষ্য ছোট হলেও খেই হারাল পাকিস্তান। দলীয় ১৬ রানেই ওপেনার আব্দুল্লা শফিকের উইকেট হারায়। তিনে নামা শান মাসুদ করেন মাত্র ৭ রান। নাইট ওয়াচম্যান নোমান আলিকে নামিয়ে কোনও লাভ হয়নি। শেষ অবধি নামতে হয় অধিনায়ক বাবর আজমকেই। ৩৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান। ক্রিজে বাবরের সঙ্গে রয়েছেন ইমাম উল হক (২৫)। শেষ দিন আরও ৮৩ রান প্রয়োজন। প্রথম দিন থেকেই স্পিনাররা সাহায্য পাচ্ছেন। পঞ্চম দিনের পিচে শ্রীলঙ্কার দুই স্পিনার রমেশ মেন্ডিস এবং প্রভাত জয়সূর্য চ্যালেঞ্জে ফেলতে পারেন পাক ব্যাটারদের।