IPL 2022: আর্চার-বুমরা জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন জাহির
আর্চার-বুমরা দুই জোরে বোলারের জুটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। সেই তালিকা থেকে বাদ নেই, মুম্বইয়ের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জাহির খান (Zaheer Khan)। ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, রীতিমতো উত্তেজিত আইপিএলের মঞ্চে এই জুটির কামাল দেখার জন্য।

বেঙ্গালুরু: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিং বিভাগে আগে থেকেই ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), এ বারের আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Auction) থেকে তারা তুলে নিয়েছে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে (Jofra Archer)। এই দুই জোরে বোলারের জুটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। সেই তালিকা থেকে বাদ নেই, মুম্বইয়ের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জাহির খান (Zaheer Khan)। ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, রীতিমতো উত্তেজিত আইপিএলের মঞ্চে এই জুটির কামাল দেখার জন্য।
অনেক অঙ্ক কষে নিলামের টেবিলে বসেছিলেন জাহির খান, নীতা আম্বানিরা। তাই সব ক্রিকেটারদের পিছনে তাঁরা ছোটেননি। রবিবারের নিলামে জোফ্রা আর্চারের জন্য শুরু থেকেই বেপরোয়া ছিল মুম্বই। আর সেটাই করে দেখালেন আম্বানিরা। ৮ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এবং আগে থেকেই জসপ্রীত বুমরাকে ১২ কোটিতে ধরে রেখেছিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
জাহির বলেছেন, “আপনারা নিশ্চয় এই জুটির মাঠে নামার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও সেই তালিকায় রয়েছি। দু’জন সেরা ফাস্ট বোলারকে এক সঙ্গে বল করতে দেখব ভেবেই আমি দারুণ খুশি। আমি আনন্দিত, এটা সম্ভব হবে বলেই মনে হচ্ছে। এটা একটা মূল্যবান অপেক্ষা হতে চলেছে।”
সিঙ্গাপুরের টি-২০ স্পেশালিস্ট টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় কিনেছে মুম্বই। গত বছর আরসিবির জার্সিতে ১টা ম্যাচ খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ডেভিডকে নেওয়ার ব্যাপারে মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘‘ও কিন্তু এই মুহূর্তে খুবই মূল্যবান সম্পদ। ও হার্ড হিটার বলেই পরিচিত। আমরা জানতাম আমাদের হাতে কত টাকা আছে। এবং বেশ কয়েকজন ক্রিকেটারই লক্ষ্য ছিল আমাদের। যেমন বোলিংয়ে বুমরা-আর্চার জুটি হোক বা ব্যাটিংয়ে পোলার্ড-ডেভিড জুটি।’’
আরও পড়ুন: IPL 2022: নেটে বোলিং শুরু করেছেন হার্দিক, বলছেন গুজরাতের বোলিং কোচ





