Ishant Sharma on Zaheer: অ্যান্ডারসন নাকি জাহির? সেরা বেছে নিলেন ইশান্ত
Jimmy Anderson-Zaheer Khan: উঠে এল ২০১৪ সালের ওয়েলিংটন টেস্টের প্রসঙ্গও। ওয়েলিংটন টেস্টে ইশান্ত-জাহিরের বিবাদ সামনে এসেছিল। সেই ম্যাচে জাহির খানকে কোনও কটু কথা বলেননি, এমনটাই জানালেন ইশান্ত।
নয়াদিল্লি : অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচে তেমন ছাপ ফেলতে পারেননি জিমি অ্যান্ডারসন। সুইংয়ের পরিস্থিতি না থাকলে অ্যান্ডারসনের পক্ষে সাফল্য পাওয়া যে কঠিন, এজবাস্টন টেস্টেই তা ধরা পড়েছে। তবে বিশ্ব ক্রিকেটে জিমি অ্যান্ডারসন যে সর্বকালের অন্যতম সেরা, এ বিষয়ে সন্দেহ নেই। বয়স কোনও ছাপ ফেলেনি। এখনও খেলে চলেছেন অ্যান্ডারসন। আচ্ছা জাহির খান নাকি জিমি অ্যান্ডারসন? দু-জনের মধ্যে সেরা কে, বেছে নিলেন ভারতের আর এক তারকা পেসার ইশান্ত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেটে জাহির খানের অবদান ভোলার নয়। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত। ২০১১ বিশ্বকাপ জয়ের নেপথ্যে বড় অবদান ছিল জাহিরের। ভারতের তারকা পেসার ইশান্ত শর্মার নজরে জিমি অ্যান্ডারসনের চেয়ে সেরা জাহির খানই। তার কারণও বলছেন ইশান্ত।
একটি সাক্ষাৎকারে ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা বলেন, ‘জিমি অ্যান্ডারসনের বোলিংয়ের ধরন এবং পদ্ধতি অনেকটা আলাদা। ও কিন্তু ভিন্ন পরিবেশে খেলে তবে ইংল্যান্ডেই। ও যদি ভারতে খেলতো, তাহলে হয়তো…।’ ইশান্ত আরও যোগ করেন, ‘ভারতের মাটিতে খেললে জিমি অ্যান্ডারসন হয়তো এতটা সাফল্য পেত না। জ্যাক (জাহির খান) অনেকাংশেই জিমি অ্যান্ডারসনের চেয়ে সেরা।’
উঠে এল ২০১৪ সালের ওয়েলিংটন টেস্টের প্রসঙ্গও। ওয়েলিংটন টেস্টে ইশান্ত-জাহিরের বিবাদ সামনে এসেছিল। সেই ম্যাচে জাহির খানকে কোনও কটু কথা বলেননি, এমনটাই জানালেন ইশান্ত। বলছেন, ‘আসলে সেই ম্যাচে মন্তব্যটা নিজেকেই করেছিলাম। এখনও অনেকেই ভাবেন, ওই কথাটা অন্য কাউকে উদ্দেশ করে বলিনি। ক্যাচ মিস হলে কোনও প্লেয়ারকেই কিছু বলি না। গালাগাল তো দূর অস্ত। আর আমি কীভাবেই বা জ্যাককে গালাগাল দেব? ও আমার কাছে গুরু। ওকে এমন কিছু বলা তো দূরের কথা, ভাবনাতেও আসেনি।’